মেসির লক্ষ্যভেদ, অ্যাটলেটিককে গুঁড়িয়ে দিল বার্সা, বরুশিয়া ডর্টমুন্ডের শিরোপা জয়ের স্বপ্ন ফিকে
ফরাসি কাপ থেকে বিদায়ের হতাশা পেছনে ফেলে লিগ ওয়ানে দারুণ পারফরম্যান্স উপহার দিল পিএসজি। প্রতিপক্ষ লিলের মাঠে রবিবার রাতে ম্যাচটি ৫-১ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেছেন দানিলো পেরেইরা। মেসি ও এমবাপে ছাড়া অন্য গোলটি করেন প্রেসনেল কিম্পেম্বে। লিগ ওয়ানে এই নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত রইল প্যারিসের দলটি। এদিন গোল করানোর পাশাপাশি নিজেও গোল করলেন লিওনেল মেসি। চমৎকার একটি গোল উপহার দেন এমবাপে।
এদিনের অন্য ম্যাচে অ্যাটলেটিক মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়ে চার নম্বরে উঠে এল বার্সেলোনা। কাম্প ন্যুতে রবিবার লা লিগার ম্যাচে ৪-২ গোলে জিতেছে বার্সা। তবে এদিনের ম্যাচের দ্বিতীয়ার্ধের অনেকটা সময় এক জন কম নিয়ে খেলেছিল বার্সেলোনা। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে বিবর্ণ, আবার কখনও প্রতিপক্ষের সীমানায় আধিপত্য করলেও ফিনিশিংয়ে দুর্বলতায় সঙ্গী হচ্ছিল বার্সেলোনা দলের। অবশেষে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে সব ব্যর্থতা ঝেড়ে ফেলল জাভির দল। দাপুটে পারফরম্যান্সে তুলে নিল অসাধারণ এক জয়।
এদিনের অন্য ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলার আর্লিং হল্যান্ড। তার অনুপস্থিতিতে বিধ্বস্ত জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। লিগ ওয়ানের ম্যাচে ৬ ফেব্রুয়ারি, রবিবার বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে তারা হেরে যায় ৫-২ গোলের ব্যবধানে। এই হারে লিগ চ্যাম্পিয়নের দৌঁড় থেকে আরও একধাপ পিছিয়ে গেল তারা। ২১ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষ দল বায়ার্ন মিউনিখ।
For all the latest Sports News Click Here