মেসির বিশ্বকাপ জয় উদ্ভাসিত সুয়ারেজ, রোজারিওতে পার্টি করবেন নকআউটে না ওঠা সুয়ারেজ
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ শেষ হয়েছে সবেমাত্র কয়েকদিন হল। তার রেশ কাটতে না কাটতেই এবার পালা বড়দিনের উৎসবে মাতার। আর্জেন্তাইনদের ক্ষেত্রে এবারের বড়দিনের আনন্দই আলাদা। বড়দিনের উৎসবের মিষ্টতা যেন বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। গত রবিবার রাত থেকেই উৎসবে মেতেছে আর্জেন্তিনায়। সেই উৎসবে যোগ দিতেই এবার আর্জেন্তিনা পৌঁছে গিয়েছেন লিওনেল মেসির বন্ধু লুই সুয়ারেজ।
বিশ্বকাপ জয়ের পর শেষে আর্জেন্তাইন ফুটবলাররাও বাড়ি পৌঁছেছেন। মেসি রয়েছেন তাঁর জন্মস্থান রোজারিওতে। মেসির সঙ্গে বড়দিনের আনন্দে মাততে গতকাল বৃহস্পতিবার রোজারিও পৌঁছেছেন লুই সুয়ারেজ। উল্লেখ্য বার্সেলোনাতে একসঙ্গে খেলার সময় থেকেই বন্ধুত্ব রয়েছে দুজনের। সেটি সময়ের সঙ্গে সঙ্গে আরো গাঢ় হয়েছে। আর সেই কারণেই মেসির সঙ্গে বড়দিন পালন করতে সুয়ারেজ আর্জেন্তিনা এসেছেন। তবে একা আসেননি তিনি। উরুগুইয়ান ফুটবল তারকার সঙ্গে এসেছে তাঁর পরিবারও।
উল্লেখ্য বিশ্বকাপ জেতার পর বন্ধু সুয়ারেজকে ভিডিয়ো কলও করেছিলেন মেসি। দেখিয়েছিলেন বিশ্বকাপের ট্রফিও। সেই ট্রফি নিয়ে দেশে ফেরার পর প্রায় ৫০ লক্ষ মানুষকে সাক্ষী করে আর্জেন্তিনার রাজধানী বুয়েনস এয়ারসে সংবর্ধনা দেওয়া হয়েছে গোটা দলকে। বিপুল মানুষের জনসমাগমে মেসিদের নিয়ে শহর প্রদক্ষিণ করা ছাদখোলা বাস সেদিন পথও হারিয়ে ফেলেছিল। লোক সমাগম এতটাই হয় যে বিশ্বজয়ী ফুটবলারদের পরে হেলিকপ্টারে করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। মেসি এরপরেই পৌঁছে যান তাঁর জন্মস্থান রোজারিওতে।
প্রসঙ্গত রোজারিওর কেন্টাকি কান্ট্রি ক্লাবে রয়েছে মেসির বাড়ি। সেখানে বড়দিনের পার্টির আসর বসাবেন মেসি, সুয়ারেজরা। সুয়ারেজ ছাড়াও এবার মেসির সঙ্গে বড়দিন উদযাপন করবেন তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন আন্তর্জাতিক ফুটবল তারকাও। থাকতে পারেন বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা, আর্জেন্তিনার প্রাক্তন তারকা সের্জিও আগুয়েরোও। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত প্লেনে উরুগুয়ের মন্টেভিডিও থেকে রোজারিও পৌঁছন সুয়ারেজ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সোফিয়া বালবি ও তাঁদের দুই সন্তানও।
For all the latest Sports News Click Here