‘মেসির ঘরে’ মিউজিয়াম! অভিনব উদ্যোগ নিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়
‘তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না।’ এককথায় বোঝাতে গেলে এটাই মেসিকে নিয়ে কাতারের মনোভাব। দশ দিনের বেশি হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে। তবুও যেন মেসি ম্যানিয়া কাটছে না। কাতারে তৈরি হচ্ছে মিউজিয়াম। তবে তা যে সে মিউজিয়াম নয়। মেসিকে নিয়ে হচ্ছে সেই মিউজিয়াম।
বহু প্রতিক্ষিত বিশ্বকাপ উঠেছে মেসির হাতে। হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। পেয়েছেন সোনার বল। বিশ্বকাপ জুড়ে তিনি করেছেন সাতটি গোল। একই সঙ্গে গোল করিয়েছেনও তিনটি। বিশ্বকাপের ফাইনালেও কঠিন সময়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। বিশ্ব সাক্ষী ছিল সেই বিরল মুহূর্তের। বাঁ পা-এর জাদুতে মাত করেছেন বিশ্বকে। এহেন ফুটবলারের স্মৃতি ছাড়তে চাইছে না কাতার।
বিশ্বকাপ চলাকালীন কাতার বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গেড়েছিল লিওলেন স্কলোনির দল। কাতার বিশ্ববিদ্যালয় কোনও ৫ তারা হোটেলের চেয়ে কম নয়। কি নেই তাতে। মাঠ থেকে শুরু করে জিম, বড় লাউঞ্জ, সেলুন, মার্কেট থেকে স্পোর্টস কমিউনিটি হল। বাকি ছিল না কিছুই। আর কাতাররে ফুটবল স্টেডিয়াম গুলোর মাঝ দূরত্ব ছিল অনেকখানি। কাতার বিশ্ববিদ্যালয় থেকে যাতায়াতের সুবিধার জন্যই এই জায়গাকে বেছে নিয়েছিল আর্জেন্তিনা।
এখানে থাকার জন্য আর্জেন্তিনা দলের অনেক খুনসুটি ধরা পড়েছে ক্যামেরায়। আর্জেন্তিনা দলের একটি ফটো সিরিজও প্রকাশ করেছে কাতার বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে কাতার বিশ্ববিদ্যালয় বুধবার ঘোষণা করেছে, তারা মেসির ঘরকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক হিটমি আল হিটমি বলেন, ‘আর্জেন্তিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসির ঘরে কোনও পরিবর্তন করা হবে না। আমরা সেখানে মিউজিয়াম বানাচ্ছি। শুধুমাত্র দর্শকদের জন্য উপলব্ধ থাকবে। মেসির জিনিসপত্র ছাত্রদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মারক হয়ে থাকবে। এই ঘরে থেকেই মেসি বিশ্বকাপ জিতেছিল আগামী প্রজন্ম দেখতে পাবে।’
বিশ্ববিদ্যালয়ের বি-২০১ রুমে ছিলেন মেসি। সেই ঘরই হবে জাদুঘর। মেসির যাবতীয় ছবি, স্মারক, ক্রীড়া সরঞ্জাম সেখানে থাকবে। মেসির নামেই হবে জাদুঘরের নাম। কাতার প্রশাসনের কর্তারা মেসিকে দিয়েই ওই জাদুঘরের উদ্বোধন করতে চান। তাই আমন্ত্রণও জানানো হয়েছে মেসিকে।
ব্যাটেল অব লুসেইলে পোডিয়ামের উপর দাঁড়িয়ে কাতারের বিশেষ ঐতিহ্যবাহি কাপড় পরে মেসির বিশ্বকাপ নেওয়া ও দলের সঙ্গে উদযাপন ভুলবে না ফুটবল বিশ্ব। কাতারও ভুলতে চাইছে না। মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
For all the latest Sports News Click Here