মেসির অপেক্ষায় বেকহ্যাম আর মিয়ামি! নতুন ক্লাবের জার্সি গায়ে কবে নামবেন LM10?
পিএসজি ছেড়ে দেওয়ার পরে অবশেষে মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী রবিবার মেসিকে নিজেদের ফুটবলার হিসাবে বিশ্বের সামনে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেবেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। তবে তার আগে আর্জেন্তিনার সুপার স্টারকে বরণ করে নিতে প্রস্তুত মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।
আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে ইন্টার মায়ামি। সেজে উঠেছে ইন্টার মায়ামি ক্লাব। মেসির জন্য প্রহর গুনছেন সমর্থকেরা। তাতেই হাত লাগিয়েছেন দলের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। শোনা যাচ্ছে সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী মঙ্গলবার মায়ামি পৌঁছতে পারেন লিওনেল মেসি। তাঁকে স্বাগত জানাতে মায়ামি জুড়ে চলছে বিশেষ প্রস্তুতি।
শহরের একটি বহুতলের দেওয়ালে আঁকা হয়েছে মেসির বিশালাকার ছবি। ক্রেনে উঠে সেই ছবিতে তুলির শেষ টান দিলেন ইন্টার মায়ামি ক্লাবের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। মূলত তাঁর পদক্ষেপেই পিএসজি ছেড়ে আমেরিকার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি। এলএমটেনের মাপের কোনও ফুটবলার এর আগে ইন্টার মায়ামির জার্সি পরে খেলেননি। তাই মায়ামির সমর্থকদের মধ্যে এখন উৎসবের আবহ চলছে।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে শিল্পীরা ক্রেনে চড়ে মেসির বিশালাকার ছবি আঁকছেন। এই ছবিতে মেসিকে হাসতে দেখা যাচ্ছে। মেসির দাঁতের ছবিতে তুলির টান দিয়েছিলেন বেকহ্যাম নিজে। এই কাজের তদারকি নিজেই করছেন বেকহ্যাম। পরে দেখা যায় ক্রেনে উঠে বেকহ্যামও রং করার কাজে হাত দিয়েছিলেন।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বলেছেন, ‘আমি মনে করি মিয়ামিতে মেসির ছবি দিয়ে তৈরি করা পেইন্টিংয়ে হাত লাগিয়ে দারুণ কাজ করেছেন বেকহ্যাম। আমরা এখানে মাত্র কয়েকদিনের জন্য এসেছি। কিন্তু সে (বেকহ্যাম) সোজা এটি করতে গিয়েছে। এটা অনেক বড় একটি বিষয়। বেকহ্যাম চাইলেই অন্য কিছু করতে পারতেন না? কিন্তু সে পেইন্টিংয়েই নজর দিয়েছেন। আমি ইম্প্রেসড।’ পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আমেরিকায় এসেছেন লিওনেল মেসি। আগামী ২১ জুলাই লিগ কাপে মেক্সিকোর ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম বার ইন্টার মায়ামির জার্সি পরে মেসিকে খেলতে দেখা যেতে পারে।
মেসির আগমন নিয়ে উত্তেজনার পাশাপাশি কিছু আশঙ্কাও তৈরি হয়েছে। মেসির ইন্টার মায়ামিতে আসার সিদ্ধান্ত সামনে আসার পর মায়ামির ডাচ গোলরক্ষক নিক মার্শম্যান বলেছিলেন, মেসির জন্য ইন্টার মায়ামি এখনও প্রস্তুত নয়। মায়ামির মূল দলের এই গোলরক্ষক বলেছেন, ‘আমি মনে করি, মেসির আসার ব্যাপারে ক্লাব এখনও প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, লোকে সেখানে ইচ্ছা করলেই মাঠে ঢুকতে পারে। আমরাও কোনও রকম নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হই। তাই আমার মনে হয় ক্লাব প্রস্তুত নয়, যদিও আমি চাই সে আসুক।’ নাম প্রকাশে অনিচ্ছুক এমএলএসের এক কোচ বলেছেন, ‘মেসির (মাইকেল) জর্ডানের মতো সুরক্ষা পাওয়া উচিত।’
For all the latest Sports News Click Here