মেসিদের হারানোয় রোলস রয়েস পাচ্ছেন না ফুটবলাররা! জানালেন সৌদির কোচ
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটি নিঃসন্দেহে ঘটিয়ে ফেলেছে সৌদি আরব। ফিফা বিশ্বকাপে ২-১ গোলের ব্যবধানে তাঁরা দুবারের বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনাকে হারিয়ে দেয়। তারপরেই খুশিতে গোটা দেশে একটা দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি এমনও খবর রটে গিয়েছিল, যে দলের প্রত্যেক ফুটবলার-সহ কোচিং স্টাফকে নাকি এই জয়ের খুশিতে দামী উপহার হিসেবে রোলস রয়েস গাড়ি দেওয়া হবে। যদিও খবরটি সত্য নয় বলেই জানিয়ে দিলেন তাঁদের কোচ হার্ভে রেনার্ড।
প্রসঙ্গত পাকিস্তানের এক দন্ত চিকিৎসক সবার প্রথম এই খবরটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সৌদি আরবের কোচ খবরটিকে ভুয়ো বলেছেন। তারপর তাঁদের ফরোয়ার্ড সালেহ-এল-শেহেরিও রিপোর্টটিকে মিথ্যা বলেছেন। খবর রটে যায় সৌদি আরবের রয়্যাল পরিবার দেশের প্রতিটি ফুটবলারকে এই জয়ের জন্য রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছেন। রিপোর্ট করা হয়েছিল সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান সাদ প্রত্যেক ফুটবলার সহ কোচিং স্টাফকে ৬ মিলিয়নের রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন যখন আরবের ফুটবলাররা কাতারে ফিরবেন। হার্ভে রেনার্ড জানান ‘বিষয়টির মধ্যে কোনও সত্যতা নেই।’
নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্ট অনুযায়ী হার্ভে রেনার্ড বলেছেন ‘আমাদের ফেডারেশন (ফুটবল) এবং ক্রীড়ামন্ত্রক এইসব বিষয়ে খুব সিরিয়াস। এই মুহূর্তে দাঁড়িয়ে এইসব জিনিস পাওয়াটাই গুরুত্বপূর্ণ নয়। আমরা মাত্র একটা ম্যাচ (আর্জেন্তিনা ম্যাচের পর) খেলেছি। গ্রুপ পর্যায়ে আমাদের এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা বাকি রয়েছে। আমরা ভালো খেলার আশাতে রয়েছি।’
তিনি আরও বলেন ‘আমি জানি না আপনার আর্জেন্তিনা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনটা মনে আছে কিনা? আমি বলেছিলাম তিনটে ম্যাচের মধ্যে সবটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার ম্যাচটাও গুরুত্বপূর্ণ যেটা আমাদের খেলতে হবে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়টা হল গ্রুপ পর্যায়ের পরবর্তীতে গ্রুপে ১ বা ২ নম্বরে শেষ করা।’ ইয়াহু নিউজের খবর অনুযায়ী রোলস রয়েস প্রসঙ্গে সৌদি ফুটবলার সালেহ আল শেহেরি যিনি আর্জেন্টিনা ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনি জানান ‘বিষয়টি সত্যি নয়। আমরা এখানে এসেছি নিজেদের দেশের হয়ে সার্ভিস দিতে। আমাদের সেরাটা উজাড় করে দিতে। সেটাই আমাদের কাছে সবথেকে বড় পুরস্কার।’
For all the latest Sports News Click Here