মেসিদের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় আবেগকে সামনে আনলেন মোদী
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। মেসির হাত ধরেই দিয়াগো মারাদোনার দেশ বিশ্বকাপ পেল। এবারের বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খায় আর্জেন্তিনা। সৌদি আবরের কাছে হেরে বিশ্বকাপ পর্ব শুরু হয় মেসিদের। সৌদি আরবের বিরুদ্ধে হারায় স্বাভাবিক ভাবেই সমালোচনায় বিদ্ধ হয় লিওনেল স্কালোনি অ্যান্ড কোং। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান তারা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরপর ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।
এই জয়ের পরই গোটা বিশ্ব আনন্দে মেতে ওঠে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। ফলে আর্জেন্তাইন সমর্থকরা চেয়েছিলেন মেসির হাতে বিশ্বকাপ দেখতে। অবশেষে ঠিক সেটাই হয়েছে। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দিলেন লিও। আর্জেন্তিনার এই জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকে। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, ‘এটা ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্তিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত।’
আরও পড়ুন… বাংলাদেশের হোটেলে বসেই কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালের সাক্ষী টিম ইন্ডিয়া
শুধু আর্জেন্তিনাকেই শুভেচ্ছা জানাননি প্রধানমন্ত্রী। একই সঙ্গে ফ্রান্সকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফরাসী ফুটবল দলের প্রশংসা মোদী টুইট করে বলেছেন, ‘ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন। ফাইনালে ওঠার পথে তারাও তাদের দক্ষতা ও উদ্দম মনোভাবের মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে। লড়াকু ম্যাচ খেলেছে ফ্রান্স। যা গোটা বিশ্ব দেখেছে।’ এই টুইটটিতে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে ট্যাগ করেছেন।
আরও পড়ুন… দেখুন: মেসির আর্জেন্তিনা কীভাবে বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারাল
রবিবার ফ্রান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মিমাংশা না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্রান্সকে বধ করেন মেসিরা। ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।
For all the latest Sports News Click Here