‘মেলা’ ফ্লপ হতেই কেরিয়ার শেষ; প্রযোজকদের দরজায় ঘুরেও কাজ পাননি আমির খানের ভাই!
আমির খানের ভাই ফইজল খান-কে একপ্রকার ভুলেই গেছে বলিউড। যদিও আমিরের সঙ্গে ‘মেলা’ ছবিতে সহ-অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির হওয়ার পরে খানিকটা হলেও পরিচিত পাওয়া শুরু হয়েছিল। কিন্তু সেই ছবি সশব্দে বক্স অফিসে মুখ থুবড়ে পড়তেই অভিনয়ের কেরিয়ার শেষ হয়ে গেছিল ফয়জলের। ২০১৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছিলেন তিনি।
বলিউড হাঙ্গামা-কে দেওয়া সেই সাক্ষাৎকারে ফইজল বলেন,’ আমার ডেবিউ ছবি ‘মদহোস’ বক্স অফিসে খুব একটা ভালো কিছু করতে পারেনি। তারপরে ‘মেলা’-র মতো এত বড় বাজেটের ছবিও মুখ থুবড়ে পড়ল। খুব স্বাভাবিকভাবেই অভিনেতা হিসেবে আমার বাজার দর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবুও বহু দিন বড়-মাঝারি নানান প্রযোজকদের অফিসে ঘুরেছি কাজ পাওয়ার জন্য। তবু একটাও ছবির প্রস্তাব পাইনি। ৬ মাস এরকম চলার পর বুঝেছিলাম কোনও বড় প্রযোজক সংস্থার ছবিতে কাজ পাব না। তাই ছোট বাজেটের ছবিতে কাজ শুরু করলাম। কিছু বাজারে চলেছিল, বাকি ছবির শুটিং শুরু হওয়ার পরেও তা বন্ধ হয়ে গেছিল।
ইন্ডাস্ট্রিতে এই খবর ছড়িয়ে পড়তে দেশি দিন লাগল না। সবাই ধরেই নিল আমি অপয়া। সুতরাং একেবারেই কাজ পাওয়া বন্ধ হয়ে গেছিল। এরপরে ‘আঁধি’ নাম ছোটপর্দার একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলাম। যদিও তারপর আর পর্দায় মুখ দেখায়নি। স্বেচ্ছায় অভিনয় থেকে অবসর নিয়েছিলাম’। সম্প্রতি, ফের একবার পর্দায় ফিরছেন ফইজল। ছবির নাম ‘ফ্যাক্টরি’। সে ছবিতে অভিনয় করার পাশাপাশি পরিচালনারও দায়িত্ব সামলেছেন তিনি।
For all the latest entertainment News Click Here