‘মেলামেশা’ করে প্রেগন্যান্ট লক্ষ্মী কাকিমা! সিরিয়াল বয়কটের ডাক, সত্যিটা সামনে এল
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে লক্ষ্মী কাকিমা। শুরু থেকেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে এই মেগা। কিন্তু ‘বুড়ো বয়সে’ লক্ষ্মী কাকিমার প্রেগন্যান্সির খবর মোটেই পছন্দ হয়নি দর্শকদের একটা বড় অংশের। ‘বধাই হো’র ছায়া গল্পে পড়তেই নড়ে চড়ে বসেন অনেকে। মা হতে চলেছে লক্ষ্মী আর দেবুদার বড় ছেলের বউ। তাঁর পাশাপাশি লক্ষ্মী কাকিমাও অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন! প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসতেই হইচই নেটপাড়ায়।
কয়কেদিন ধরেই বমি হচ্ছে আর মাথা ঘুরছে লক্ষ্মী কাকিমার। এরপর স্ত্রীরোগ বিশেষজ্ঞর কাছে যেতেই তাঁর প্রশ্ন, ‘আপনারা মেলামেশা করেন?’ ইতিবাচক উত্তর পেতেই প্রেগন্যান্সি টেস্টের পরামর্শ দেন তিনি। নাতি-নাতনি নিয়ে দিন কাটানোর সময়ে কোলে আসবে খোকা-খুকু! ভেবেই অসুস্থ দেবুদা আর লক্ষ্মী কাকিমা। কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে দুজনের।
লক্ষ্মী কাকিমার মা হওয়ার খবরে শিলমোহর পড়তেই রাগের চোটে দর্শকদের একাংশ এই সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছেন। ‘টিআরপি বাড়াতে চরম নোংরামি দেখানো হচ্ছে’, সুর চড়ান নেটিজেনরা। যৌন সঙ্গমের বদলে মেলামেশা করেই প্রেগন্যান্ট হয়ে পড়া নিয়ে হাসাহাসিও কম হয়নি।
কিন্তু ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর সাম্প্রতিক এপিসোডে ধরা পড়ল নতুন টুইস্ট। লক্ষ্মী অন্তঃসত্ত্বা এটা জানতে পেরেই হাটে হাঁড়ি ভাঙে দেবুদার ভাইয়ের বউ তাপসী। পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করে যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন লক্ষ্মী কাকিমার শাশুড়িমা। এরপর জানা গেল আসল সত্যি! আদতে প্রেগন্যান্ট নন লক্ষ্মী কাকিমা, অপর এক লক্ষ্মী দাসের সঙ্গে তাঁর প্রেগন্যান্সি রিপোর্ট অদল-বদল হয়ে গিয়েছিল, এর জেরেই বিপত্তি।
সবটা জেনে হাঁফ ছেড়ে বেঁচেছেন লক্ষ্মী কাকিমা আর দেবুদা। পাশাপাশি খুশি ভক্তরা। নিন্দকরা অবশ্য তাতেও ছেড়ে কথা বলছেন না। দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া দেখেই নাকি স্টোরি লাইন বদলে দিলেন নির্মাতারা, এমন ফিসফিসানিও শোনা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here