‘মেরে সাপনো কি রানি’ শর্মিলা, আদিত্যর সঙ্গে রিক্রিয়েট করলেন আইকনিক ট্রেনের দৃশ্য
প্রথমবার ইন্ডিয়ান আইডল ১৩-এর মঞ্চে হাজির হয়েছেন প্রবীন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং তনুজা। নতুন প্রোমো অনুসারে বলিউড তারকারা রিয়েলিটি শো-এর ‘লিডিং লেডিস স্পেশাল এপিসোডে’ উপস্থিত হয়েছিলেন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, শর্মিলা ঠাকুর ১৯৬৯ সালের আরাধনা চলচ্চিত্র থেকে তাঁর সবচেয়ে আইকনিক অন-স্ক্রিন মুহূর্তগুলির মধ্যে একটি পুনরায় তৈরি করছেন। প্রতিযোগী ঋষি সিং ফিল্মের হিট গান ‘মেরে সপনো কি রানি’ গেয়েছিলেন। অভিনেত্রী প্রতিযোগীর গলার সঙ্গে তাল মিলিয়ে ছবির দৃশ্যেটি পুনরায় অভিনয় করেন এবং মঞ্চে আদিত্য নারায়ণ হোস্ট করেন।
‘মেরে সপনো কি রানি’ হল আরাধনার একটি বিখ্যাত গান। শর্মিলা ছাড়াও রাজেশ খান্না এবং সুজিত কুমার অভিনয় করেছেন এই গানে। বিখ্যাত এই গানের শ্যুটিং দার্জিলিংয়ের টয় ট্রেনে হয়েছিল। রাজেশ এবং সুজিতের চরিত্রগুলি একটি জিপে অনুসরণ করেছিল।
ক্লিপে, ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কক্কর, বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়া শর্মিলা ঠাকুর এবং তনুজাকে স্বাগত জানিয়েছেন। ঋষি সিং মেরে স্বপ্নো কি রানি গেয়েছিলেন। শর্মিলা, আদিত্য নারায়ণের সঙ্গে গানটির আইকনিক দৃশ্যটি পুনরায় তৈরি করেছিলেন। প্রবীণ অভিনেত্রী একই বই ব্যবহার করেছিলেন যা তিনি ছবিতে করেছিলেন- অ্যালিস্টার ম্যাকলিনের এইট বেলস টোল।
ইন্ডিয়ান আইডল হল একটি গানের রিয়েলিটি শো। বর্তমানে বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর, বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়া। আদিত্য নারায়ণ হোস্ট করছেন। প্রতি শনি ও রবিবার রাত ৮টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হয়।
For all the latest entertainment News Click Here