মেয়ে সুহানা একাকিত্ব বোধ করবে! মাসের পর মাস কাজ করেননি শাহরুখ, কী হয়েছিল সেই সময়
২০২৩ সালটা খান পরিবারের জন্য বিশেষ। কারণ নতুন বছরের জানুয়ারিতে বড় পর্দায় মুক্তি পাবে ‘পাঠান’। আর এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। অন্যদিকে, আগামী বছরই বলিউড সফর শুরু করছেন শাহরুখ কন্যা সুহানা খান। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় জগতে পদার্পণ করছেন।
আগাগোরাই পারিবারিক মানুষ শাহরুখ। স্ত্রী গৌরী খান এবং তিন ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ ফাঁস করেছেন, মেয়ে সুহানা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিল, তিনি মনে করেছিলেন সুহানার একাকিত্ব বোধ হতে পারে, তাই তিনি সব কাজ ফেলে রেখেছিলেন মেয়ের জন্য। অপেক্ষা করেছিলেন
আরও পড়ুন: KBC 14: উপার্জন করতে ১৮ বছর সময় লাগত, সেই টাকা কেবিসি-র মঞ্চে জিতলেন এই পান বিক্রেতা
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের ফাঁকে এ বিষয় কথা বলেছেন শাহরুখ। অভিনেতার কথায়, ‘ও আমাকে কিন্তু কখনও ডাকেনি। তবে আমার বার বার মনে হয়েছিল, হয়তো ও আমাকে ফোন করবে, হয়তো ফোন করবে। একদিন আমি নিজে থেকেই ওকে ফোন করে বলি, শোনো, এবার কী আমি কাজ শুরু করতে পারি? পালটা ও বলে ওঠে, তুমি কাজ করছ না কেন? আমি বললাম, ‘আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবেন, বলবে হয়তো নিউ ইয়র্কে একাকিত্ব বোধ করছ।’
সুহানা ব্রিটেনে পড়াশোনা শেষ করে ফিল্ম স্টাডিজ কোর্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। চলতি বছর ‘দ্য় আর্চিস’-এর শ্যুটিং সেরেছেন শাহরুখ কন্যা। সম্প্রতি বলিউডের একাধিক পার্টিতে তাঁর গ্ল্য়ামারাস উপস্থিতি নজর কাড়ে নেটিজেনের।
For all the latest entertainment News Click Here