মেয়ের মুখে মুখ লাগিয়ে চুমু খেয়ে ট্রোলড টুইঙ্কল! আফশোস, ‘পরলাম না আদর্শ মা হতে
সোশ্যাল মিডিয়ায় প্রাশই মেয়ে নিতারার সাথে ছবি শেয়ার করে থাকেন টুইঙ্ক খান্না। দেখতে দেখতে ৯ বছর বয়স হল এই খুদের। বুধবার ছবি দিয়ে অভিনেত্রী লিখলেন, ‘আদর্শ মা-র ধারেকাছে নই’!
ছবিতে দেখা যাচ্ছে মেয়ের সাথে বিছানায় বসে আছেন টুইঙ্কল। হাতে চায়ের কাপ। মেয়েকে চুমু খাওয়ার জন্য সামান্য ঝুঁকেছেন তিনি। ঠোঁট রেখেছেন মেয়ের ঠোটে। আর ক্যাপশনে টুইঙ্কল লিখেছেন মায়েদের শুধু সন্তানের হোমওয়ার্কের ওপর নজর রাখলেই হবে না, মনের দিকেও নজর দিতে হবে। অভিনেত্রীর কথায়, আমি হয়তো আদর্শ মা নই। আর আমার মতো আর পাঁচটা মায়ের মতো আমি এই নিয়ে এই খারাপলাগায় ভুগি। তবে আমার মনে হয় এটুকু করতে পারলেই হবে! বরং বলা যায় দারুণ হবে!
ইলিয়ানা ডিক্রুজ, তাহিরা কাশ্যপ ভরে ভরে ভালোবাসা জানিয়েছে টুইঙ্কেলের এই পোস্টে। অভিনেত্রীর সাথে সহমত পোষণ করেছেন তাঁর অনুরাগীরাও। তবে কেউ কেউ আবার সমালোচনা করেছেন টুইঙ্কলের ছোট্ট মেয়ের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়ার জন্য। এটা নাকি একটা ‘খারাপ স্বভাব’, ‘লোক দেখানো’ ও ‘অস্বাস্থ্যকর’।
অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নার দ্বিতীয় সন্তান নিতারা। তাঁদের বড় ছেলে আরভ আপাতত পড়াশোনার জন্য বিদেশে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলের সাথে কথা প্রসঙ্গে টুইঙ্কলকে বলতে শোনা গিয়েছে মেয়ের লেখাপড়ার সব খরচ তিনি দেন। অভিনেত্রী সেই সময় বলেছিলেন, ‘আমি যেমন আমার দুই সন্তানের লেখাপড়ার খরচ দিই। যাতে পরে ওদের বলতে পারি, তোমরা পড়াশোনা শিখেছ শুধু আমার জন্য।’
For all the latest entertainment News Click Here