মেয়ের বিয়ে, বাবাই তারিখ জানেন না! আথিয়ার বিয়ে নিয়ে সুনীলের আজব প্রতিক্রিয়া
আথিয়া শেঠি এবং কেএল রাহুল নাকি বিয়ে করতে চলেছেন? তাঁদের বিয়েও নাকি পাকা হয়ে গিয়েছে? কদিন ধরে এমনই কথা শোনা যাচ্ছে। অথচ মেয়ের বিয়ে আর বাবাই জানেন না! তিনি উল্টে সাংবাদিকদের থেকে বিয়ের তারিখ জানতে চাইলেন!
অভিনেতাকে যখন তাঁর মেয়ের বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয় যে, সত্যি আথিয়ার বিয়ে ঠিক হয়ে গিয়েছে কিনা কেএল রাহুলের সঙ্গে তিনি উত্তর দেওয়ার বদলে মজা করে বলেন তিনি ওঁদের বিয়েতে নিশ্চয় যাবেন শুধু কবে আর কোথায় বিয়েটা হচ্ছে সেটা যদি সাংবাদিকরা ওঁকে জানিয়ে দেন যেন।
বিগত বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন আথিয়া এবং কে ল রাহুল। গত মাসে শোনা যায় জানুয়ারি মাসের জন্য নাকি কেএল রাহুল ছুটির আবেদন করেছিলেন আর বিসিসিআই তাঁর সেই ছুটি মঞ্জুর করে দিয়েছে। আর তারপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় গুঞ্জন, তবে কি আগামী জানুয়ারিতেই চার হাত এক হচ্ছে?
শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা, এ কথা সত্য, কারণ আথিয়ার বাবা সুনীল শেঠি নিজেই সেই কথা জানিয়েছেন তাঁর নতুন শো ‘ধারাবি ব্যাংক’-এর প্রচারে গিয়ে। কিন্তু তাই বলে সেটা জানুয়ারিতে নয়। এখনও বিয়ের দিন পাকা হয়নি বলেই তিনি জানান। তবে তিনি মজা করে ইটাইমসকে বলেন, ‘আপনারা যদি আমাকে জানান যে ওদের বিয়ে কবে আমি সেদিন তাহলে যেতে পারি আর কী!’
আথিয়া চলতি বছরেই ৩০ বছরে পদার্পণ করল। প্রেমিকার জন্মদিনে রাহুল তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার জোকার। তুমি সব কিছু ভালো করে দাও।’
এর আগে একটি সাক্ষাৎকারে সুনীল হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘আমি জানি ওদের বিয়ে নিয়ে নানান গুজব রটছে, নানান আলোচনা চলছে। আমরাও ওদের নিয়ে আলোচনা করছি, তবে এখনও কিছু পাকা হয়নি। সব ঠিক হোক সবাইকে জানানো হবে ওদের বিয়ে কোথায়, আর কবে অনুষ্ঠিত হবে।’
আথিয়া কিছুদিন আগেই তাঁর একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। ‘মতিচুর চাকনাচুর’ ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘হিরো’ ছবির হাত ধরে তিনি ২০১৫ সালে বলিউডে পা রাখেন। তিনি তাঁর প্রথম ছবি সুরজ পাঞ্চোলির সঙ্গে করেছিলেন।
অন্যদিকে সুনীল শেঠির ছবি ‘ধারাবি ব্যাংক’ সমালোচকদের থেকে দারুন সমাদৃত হয়েছে। সকলের থেকেই প্রসংশা পাচ্ছে এই ওয়েব সিরিজ। গত ১৯ নভেম্বর এই ওয়েব সিরিজ এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে। তাঁর সঙ্গে এই সিরিজে বিবেক ওবেরয়কে দেখা গিয়েছে।
আথিয়া এবং কেএল রাহুল কখনই তাঁর সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, কিন্তু তাঁদের মাঝেমধ্যেই এক সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায়।
For all the latest entertainment News Click Here