মেয়ের নাম ভাঙিয়ে প্রতারণা! ১৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার শিশুশিল্পীর মা
নামী শিক্ষা প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্যের সঙ্গে প্রতারণার জের, গ্রেফতার জনপ্রিয় মরাঠি শিশুশিল্পীর মা। কাফ প্যারেড পুলিশ সূত্রে খবর, পূজা ভোইরকে গ্রেফতার করা হয়েছে ময়ূরেশ পাটকির অভিযোগের ভিত্তিতে। কোলাবার বাসিন্দা ময়ূরেশ। জনজাগৃতি এডুকেশন ফাউন্ডেশন চালান অভিযোগকারী। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া মারফত মিঃ পাটকির স্ত্রী নেহার সঙ্গে পরিচয় অভিযুক্তের। ২০২২ সালের নভেম্বরে কথাবার্তা শুরু নেহা ও পূজার। পূজার মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন নেহা। খুদে অভিনেত্রীর মা-ই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটির দেখাশোনা করতেন।
এরপর শুরু বন্ধুত্ব। এর মাঝেই পূজা একটি বিজনেস প্রস্তাব দিয়ে বসে নেহাকে। মরাঠি শিশুশিল্পীর মা পূজা জানায়, অ্যালগো অপশনস স্ট্র্য়াটেজি মডিউল-এ বিনিয়োগ করে প্রতি সপ্তাহে ১০% রিটার্ন পাবেন নেহা। সেইমতো নেহা ১৬ লক্ষ টাকা বিনিয়োগও করে চড়া রিটার্নের লোভে। প্রথম দু-বার সময়মতো টাকা দেন পূজা, তারপর নেহাকে এড়িয়ে চলতে শুরু করেন।
টাকা ফেরত পেতে মরিয়া হয়ে ওঠলে পূজা দুটো চেক দেন নেহাকে যা বাউন্স করে। এরপর বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন পাটকি দম্পতি। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র রানমালে জানান, ‘চিটিংবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে’।
পুলিশের অনুমান মেয়ের নাম ভাঙিয়ে আরও অনেকের সঙ্গেই চিটিংবাজি করেছেন পূজা। ‘সাই অ্যাডভাইরাসি ইনভেসমেন্ট’ নামের একটি ফার্ম চালু করেছিলেন অভিযুক্ত, সেই সংক্রান্ত তথ্য আর লেনদেনের হিসাব খতিয়ে দেখতে পুলিশ।
For all the latest entertainment News Click Here