মেয়ের দুষ্টুমিতে অতিষ্ট সৌমী! রচনাকে এসে কোন অভিযোগ জানালেন অভিনেত্রী
বড় হয়ে অভিনেত্রী সৌমী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে পুলিশ হতে চায়। কেন জানেন? ইঁদুর ধরবে বলে! সত্যিই পুলিশদের কী দিনকাল না পড়ল! বাড়ির আটা, খাবার সব খেয়ে চলে যাচ্ছে ইচ্ছে ইঁদুর, কোনও ভাবে তো ধরতে হবে তাকে। সেই জন্যই পুলিশ হয়ে সেটার হাতে হাতকড়া পড়াবে সে। এমনই মজার গল্প দিদি নম্বর ১ এর মঞ্চে এসে ভাগ করে নিলেন সৌমী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা।
এদিন দিদি নম্বর ১ -এর মঞ্চে লাভলি মৈত্র, সৌমী বন্দ্যোপাধ্যায় সহ মোট ৪ দিদি তাঁদের সন্তানদের নিয়ে খেলতে এসেছিলেন। আর সেখানেই এক একজন মা তাঁদের সন্তানের ভুরি ভুরি দুষ্টুমির গল্প শোনালেন।
সৌমী বন্দ্যোপাধ্যায় জানান তাঁর মেয়ে এতটাই দুষ্টু যে তাঁদের গোটা বাড়ির লোককে নাকে দড়ি দিয়ে ঘোড়ায়। কেবল তাঁদের বাড়ির লোকজন নয়, গোটা পাড়াকে তাঁর মেয়ে অতিষ্ট করে তুলেছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী। তাঁর মা যাঁদের দিদি বলে ডাকেন শ্রীয়াংশিও তাঁদের দিদি বলে সম্বোধন করেন বলে জানান সৌমী!
অভিনেত্রীর কথায়, ‘আমার মেয়ে যেন আলাদিনের জিন। ও এক মুহূর্ত বসে না। একটা কাজ হয়ে গেলেই বলে আরেকটা দাও। খালি দাও, দাও, দাও। আমরা ওকে কাজ দিয়ে দিয়ে ক্লান্ত কিন্তু ও ক্লান্ত হয় না।’ তিনি আরও জানান তাঁর মেয়ে যখন যে কাজ করে সেটাই মন দিয়ে করে। কিন্তু সে দু মিনিট শান্ত হয়ে বসে না। ছোট্ট শ্রীয়াংশি নিজেও জানায় সে একই সঙ্গে দুটো ঘরে বসে আঁকে! ফলে এখানেই স্পষ্ট সে কতটা শান্ত!
সৌমী জানান তিনি নিজে ছোটবেলায় ভীষণ শান্ত থাকলেও তাঁর মেয়ে একদমই উল্টো। তাঁর মা একদিকে ঘর গোছান, আর তাঁর মেয়ে আরেকদিকে জিনিস ফেলতে থাকে বলেও অভিযোগ করেন তিনি। মা মেয়ের গল্প আর খুনসুটি শুনে হেসে হেসে খুন হয়ে যান রচনা।
For all the latest entertainment News Click Here