মেয়ের ঠোঁটে ঠোঁট, আরাধ্যার জন্মদিনে ছবি পোস্ট করতেই নোংরা কটাক্ষের শিকার ঐশ্বর্য
সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ নন ঐশ্বর্য। বিশেষ দিন ছাড়া ইনস্টাগ্রামে পোস্ট করেন না রাই সুন্দরী। তবে যখনই অ্যাশের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে কোনও পোস্ট আসে, তা হয়ে ওঠে ‘টক অফ দ্য টাউন’। মঙ্গলবার ছিল ঐশ্বর্য কন্যা আরাধ্যার জন্মদিন। এদিন ১১-য় পা দিল ঐশ্বর্য-অভিষেক কন্যা। জন্মের পর থেকেই যাঁকে লাইমলাইট ঘিরে রেখেছে। পাপারাৎজিদের থেকে বারাবরই মেয়েকে আগলে রাখেন ঐশ্বর্য। এরজন্য বেশ কয়েকবার নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে এবার মেয়ের সঙ্গে আদুরে ছবি পোস্ট করায় নেটপাড়ার একটা বড় অংশের রোষের মুখে বচ্চন বধূ।
আরাধ্যার জন্মদিনে মেয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো একটি ছবি পোস্ট করেন ঐশ্বর্য। মায়ের স্নেহের পরশে ভরা এই ছবি দেখেই ‘গেল গেল’ রব নেটপাড়ায়। ছবির সঙ্গে মেয়ের জন্য একটি বার্তাও লেখেন অ্যাশ। প্রিয় আরাধ্যার উদ্দেশে তাঁর বার্তা- ‘আমার ভালবাসা, আমার জীবন, খুব ভালবাসি তোমায়, আমার আরাধ্যা।’
ঐশ্বর্যর এই ছবি দেখে কেউ লেখেন- ‘ছিঃ জঘন্য, অন্তত গালে চুমু খেতে পারত’। অপর একজন লেখেন- ‘এটা ভারতীয় সংস্কৃতি নয়’। অন্য এক নেটিজেন লেখেন- ‘হতে পারে মেয়েকে বড্ড ভালোবাসো, তাই বলে ঠোঁটে চুমু খাওয়াটা বড্ড বাড়াবাড়ি’। এই কটাক্ষের কোনও জবাব দেননি ঐশ্বর্য, এটা তাঁর স্বভাব বিরুদ্ধ। কিন্তু ছেড়ে কথা বলবার পাত্র নন নীল নয়নার ভক্তরা। তাঁরা জবাব দিয়েছেন ঐশ্বর্যর হয়ে। একজন লেখেন- ‘আপনাদের লজ্জা লাগে না, মা-মেয়ের এই সুন্দর মুহূর্তটা নিয়ে নোংরামি করতে’। অপর একজন লেখেন- ‘সন্তানের প্রতি মায়ের ভালোবাসাকে আতশকাচের তলায় রাখা বন্ধ করুন’।
এই ছবির কমেন্ট বক্সে ভালোবাসার চিহ্ন এঁকেছেন অভিষেক। স্বামীর চোখে ‘পৃথিবীর সেরা মা’ ঐশ্বর্য। সন্তানের প্রতি অ্যাশের সমপর্ণ সত্যি চোখে পড়ার মতো। একথা কারুর অজানা নয়, মেয়ের স্কুলের হোমওয়ার্ক থেকে তাঁর দেখাশোনা সবটা নিজে করান ঐশ্বর্য, এই ব্যাপারে কারুর উপর নির্ভরশীল নন রাই সুন্দরী। এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, ‘আরাধ্যার জন্মের আগে আমি কেমনভাবে বাঁচতাম আমার আজ মনে নেই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। যেদিন ও জন্মেছিল আমার দুনিয়াটাই বদলে গিয়েছিল’।
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। বিয়ের চার বছরের মাথায় ২০১১ সালে মেয়ের জন্ম দেন ঐশ্বর্য। মেয়ের জন্মের পর নিজের কেরিয়ার প্রায় জলাঞ্জলি দিয়েছেন অ্যাশ, কিন্তু এর জন্য বিন্দুমাত্র আফসোস নেই তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মণিরত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে।
For all the latest entertainment News Click Here