‘মেয়ের চেয়েও বেশি কিছু’, সতীশ কন্যাকে ১১-র জন্মদিনে বিশেষ শুভেচ্ছা অনুপমের
সতীশ কৌশিকের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বন্ধু অভিনেতা অনুপম খের। প্রকৃত বন্ধুর মতো প্রয়াত অভিনেতার পরিবারের ছায়াসঙ্গী হয়ে থাকছেন অনুপম। সতীশের চলে যাওয়ার পর বাবার মতো করেই সতীশ-কন্যা বংশিকার খেয়াল রাখছেন তিনি।
শনিবার এগারোতে পা রেখেছেন সতীশ-কন্যা বংশিকা। অনুপম তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তিনি বংশিকাকে ‘আমার মেয়ের থেকেও বেশি’ বলে উল্লেখ করেছেন। সতীশ এবং বংশিকার সঙ্গে নতুন এবং পুরনো একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অনুপম। তাঁর মা দুলারি খের, বংশিকা, সতীশ এবং তাঁর স্ত্রী শশী কৌশিককেও দেখা গিয়েছে ছবিতে।
ছোট্ট বংশিকা বাবা সতীশের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন, একসঙ্গে সেলফি তুলেছেন তাঁরা, সেই ছবি শেয়ার করেছেন অনুপম খের। বিভিন্ন পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেতা।
ছবিগুলি শেয়ার করে অনুপম পোস্টের ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয়তম প্রিয়তম বংশিকা। ঈশ্বর তোমাকে বিশ্বের সমস্ত সুখ, দীর্ঘ জীবন, শান্তি এবং সাফল্য দিক। তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক। আমি জানি বাবাকে তোমার বাবাকে আজ খুব মনে পড়বে। কিন্তু সে তোমার জন্য শুভেচ্ছা জানাতে হয়তো হ্যাপি বার্থ ডে বংশিকা গানটি কোথাও থেকে গেয়েছেন। আমরা সবাই তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে মেয়ের চেয়েও বেশি কিছু’।
অভিনেতা আরও যোগ করেছেন, ‘তুমি দুর্দান্ত, উজ্জ্বল, মজার এবং অনন্য। এই বিশেষ দিনে তোমায় বাকি জীবনের জন্য আমার সমস্ত ভালোবাসা, প্রার্থনা এবং আশীর্বাদ! আশীর্বাদ নিও এবং সবসময় সুখী থেকো’। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মহিমা চৌধুরী লিখেছেন, ‘শুভ জন্মদিন বংশিকা’। চাঙ্কি পান্ডে শুভেচ্ছা জানিয়েছেন, ‘শুভ শুভ জন্মদিন’।
গত ৮ মার্চ স্ত্রী শশী ও ছোট্ট বংশিকাকে রেখে তারাদের দেশে চলে গিয়েছিলেন সতীশ কৌশিক। তবে কাছের বন্ধু সতীশের মেয়ে বংশিকাকে অনুপম খের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁকে তাঁর বাবার মতোই যত্ন করবেন, বাবার মতোই তাঁর সঙ্গে সময় কাটাবেন, ভালোবাসবেন।
প্রসঙ্গত ১৯৮৫ সালে শশীকে বিয়ে করেছিলেন সতীশ কৌশিক। দীর্ঘ অপেক্ষার পর সতীশ ও শশীর জীবনে এসেছিল পুত্র সন্তান, তবে মাত্র দুই বছর বয়সে মৃত্যু হয় সতীশ-শশীর ছেলে শানুর। সেই ঘটনার পর ভেঙে পড়েছিলেন সতীশ কৌশিক। পরবর্তী সময়ে ১৬ বছর পর, ২০১২ সালে একজন সারোগেসির মাধ্যমে তাঁর মেয়ে বংশিকার জন্ম হয়। তখন সতীশের বয়স ছিল ৫৬ বছর। সতীশ কৌশিকের মৃত্যুর সময় ছোট্ট বংশিকা কৌশিকের বয়স ছিল মাত্র ১০, বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল সে। তবে সতীশ কৌশিকের কাছের বন্ধু অনুপম খের তাঁকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
For all the latest entertainment News Click Here