মেয়ের গানের ভিডিয়ো শেয়ার করলেন ‘গর্বিত বাবা’ ফারহান, কী লিখলেন পোস্টে
ফারহান আখতার সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেই ভিডিয়োতে তাঁর কন্যা আকিরাকে গান গাইতে দেখা যাচ্ছে। টরি কেলির বিখ্যাত গান ‘ডোন্ট ইউ ওয়ারি আবাউট এ থিং’ গানটি গাইতে দেখা যায় আকিরাকে। একটি মিষ্টি ক্যাপশন দিয়ে অভিনেতা এই ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে তাঁর স্ত্রী, তথা গায়িকা শিবানী দান্দেকর রিঅ্যাক্ট করেছেন।
ফারহান আখতার যে ভিডিয়োটি শেয়ার করেছেন সেখানে আকিরাকে একটি কালো রঙে সোয়েট শার্ট এবং চেক প্রিন্টের মিনি স্কার্ট পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে তিনি তাঁর কার্ল করা চুল খুলে রেখেছেন। দারুন আত্মবিশ্বাসের সঙ্গে তাঁকে এই ভিডিয়োতে গানটি গাইতে দেখা যায়।
কন্যার ভিডিয়ো শেয়ার করে অভিনেতা ইনস্টাগ্রামে লেখেন, ‘তুমি অনেক দূর যাবে আকিরা, এভাবেই গাইতে থাকো। এই পৃথিবী তোমার।’ অভিনেতা তাঁর এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। যার মধ্যে তাঁকে, মিউজিক, লাইভ, কনসার্ট, ইত্যাদি ব্যবহার করতে দেখা গিয়েছে। তাঁর স্ত্রী, তথা গায়িকা শিবানী দান্দেকর এই পোস্টে কমেন্ট করেছেন, তিনি লেখেন, ‘হোয়াট এ স্টার’ যদিও স্টার কথাটি তিনি না লিখে, সেটাকে ইমোজি দিয়েই প্রকাশ করেছেন। দর্শন দোশীকেও এই পোস্টে কমেন্ট করতে দেখা যায়, তিনি লেখেন, ‘আকিরা গতকাল দুর্দান্ত পারফর্ম করেছে।’
ফারহান আখতারের পোস্টে বিশাল দাদলানি, এহসান নূরানী, লিজা মিশ্রর মতো বিখ্যাত ব্যক্তিত্বদেরও কমেন্ট করতে দেখা গিয়েছে। এহসান নূরানী লেখেন, ‘দারুন’। লিজা মিশ্রকে ‘চপস’ কমেন্ট করতে দেখা যায়।
তবে শুধু সেলিব্রিটিরা নন, ফারহানের অনুরাগীরাও এই পোস্টে কমেন্ট করেন। তাঁরা জানান, ‘একবার ওঁকে তোমার সঙ্গে পারফর্ম করতে দেখেছিলাম। এখন ওঁ নিজেই অনুষ্ঠান করছে। দারুন বিষয়।’ আরেক অনুরাগী এই পোস্টে, ‘দারুন ট্যালেন্টেড। ঈশ্বর ওর মঙ্গল করুন’ কমেন্ট করেন।
ফারহানের এর আগে অধুনা ভবানীর সঙ্গে বিয়ে হয়েছিল, তাঁদের দুই কন্যা আছে, সাক্ষ্য এবং আকিরা। তবে ফারহান এবং অধুনা ২০১৬ সালে আলাদা হয়ে যান এবং তাঁদের ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ফারহান ২০১৯ সালে শিবানীকে বিয়ে করেন ৪ বছর সম্পর্কে থাকার পর। জাভেদ আখতারের খান্ডালার বাড়িতে তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।
আগামী বছর ফারহান আখতার বহু বছর পর তাঁর পরিচালিত নতুন ছবি ‘জি লে জারা’ নিয়ে আসতে চলেছেন। এই ছবিটির চিত্রনাট্য তাঁর বোন, জোয়া আখতার লিখেছেন। অভিনয়ে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here