‘মেয়েবেলা’ শেষ হতেই গিয়েছিলেন পছন্দের ডেস্টিনেশনে, কেমন কাটল স্বীকৃতির ট্রিপ
জুন মাসের মাঝামাঝি তড়িঘড়ি করে থামানো হয় ‘মেয়েবেলা’র পথ চলা। রূপা গঙ্গোপাধ্যায় এই সিরিয়াল ছেড়ে দেওয়ার পরই শুরু হয় বিতর্ক। শাশুড়ি, বৌমার চিরাচরিত গল্প দেখানোর জেরে এটিকে রিগ্রেসিভ অ্যাখ্যা দিয়ে তিনি এই সিরিয়াল ছেড়ে দেন। টিআরপি তালিকায় সেরা দশে থাকলেও পথ চলা মোটেই দীর্ঘ হল না ডোডো আর মৌয়ের। মাত্র পাঁচ মাসেই থামিয়ে দেওয়া হল এই ধারাবাহিককে। কাজ শেষ হওয়ার পরেই, একটু ছুটি মিলতেই বেরু বেরু করতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী।
এক সপ্তাহ আগেই বিমানবন্দরে বসে একটি ছবি দিয়ে লেখেন ‘চললাম’। তার আগেই অবশ্য তিনি HT বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলে ছিলেন যে তাঁর পছন্দের জায়গা হচ্ছে গোয়া। ছুটিতে তিনি গোয়াতেই যেতে চান। আর এই ধারাবাহিক শেষ হতে সেখানেই তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। সম্প্রতি তাঁকে এই ট্রিপের কিছু ভিডিয়ো ক্লিপ এবং স্টোরিজ শেয়ার করতে দেখা গেল ইনস্টাগ্রামে।
স্বীকৃতিকে এদিন একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তাঁর পরনে গোলাপি চেক শার্ট এবং সাদা হট প্যান্ট। তিনি গোয়ার বাগা বিচে ঘুরছেন একাই। সমুদ্রের জলে পা ভেজাচ্ছেন। এদিন আকাশ ভর্তি মেঘের আনাগোনা। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন ‘সাওয়ান বরসা।’
অন্যদিকে তিনি যে ট্রিপ শেষ করে বাড়ি ফিরেছেন সেটাও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বেশ বোঝা যাচ্ছে। বিমানে বসেই রাতের শহরের একটি ছবি তুলে সেটা পোস্ট করে লেখেন ‘কলকাতা।’
‘মেয়েবেলা’ শেষ হলেও ভক্তদের একটাই দাবি এই সিরিয়ালের পার্ট ২ আনা হোক। একই সঙ্গে তাঁদের প্রশ্ন হল স্বীকৃতিকে আবার কবে পর্দায় দেখা যাবে। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সিরিয়াল থেকে আপাতত বিরতি নিতে চান। চার মাস বিরতি দিয়ে দর্শকদের মৌয়ের চরিত্র ভোলার সময় দিয়ে আবার ছোট পর্দায় ফিরবেন। তবে তার মধ্যে তিনি OTT মাধ্যমে কাজ করবেন এবং কাজ করতে চান বলেই জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here