‘মেয়েবেলা’ শেষ! কী বলছেন রূপা গঙ্গোপাধ্যায় ও অনুশ্রী দাস?
শুরু হয়েছিল নতুন কিছু দিয়েই। ‘মেয়েবেলা’ র হাত ধরে একসময় পর্দায় ফেরেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এই ধারবাহিককে রূপার কামব্যক হিসাবেই দেখছিলেন দর্শকরা। শুরুটা ভালো হলেও কিছুদিন পরেই শো ছেড়ে বের হয়ে যান রূপা। সাফ জানিয়েছিলেন, শাশুড়ির হাতে বউমার হেনস্থা হওয়া একেবারেই ভালো লাগছিল না। তাঁকে যে চরিত্রের বিবরণ ও চিত্রনাট্য দেওয়া হয়েছিল সেটার সঙ্গে চরিত্রের কোনও মিল নেই। যে মাত্রায় নোংরামো দেখানো হচ্ছিল তাতে বাধ্য হয়েই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
রূপার ছেড়ে যাওয়ার পরই সবকিছু উলটপালট হয়ে গেল। রূপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় বীথির চরিত্রে আনা হয় অভিনেত্রী অনুশ্রী দাসকে। তবে লাভ হয়নি, টিআরপি পড়তে থাকে দ্রুত। এরপর ‘মেয়েবেলা’র স্লট সন্ধে সাড়ে ৭টা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই স্লট দেওয়া হয় নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা-কে। আর মেয়েবেলাকে জায়গা বদলে দেওয়া হয় বিকেল ৫টার স্লট। আর তাতেই নাকি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফে চ্যানেল কর্তৃপক্ষে মতবিরোধ বাঁধে বলে খবর। তবে শেষপর্যন্ত বিদায়ের ঘণ্টা বাজল ‘মেয়েবেলা’র। প্রশ্ন উঠছে এত পরিবর্তনের পরও কেন চালানো গেল না ‘মেয়েবেলা’? তবে কি রূপার ছেড়ে দেওয়াই এর আসল কারণ?
তবে ‘মেয়েবেলা’ বন্ধের সিদ্ধান্তে কী বলছেন রূপা? এবিষয়ে আনন্দবাজার অনলাইনকে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার এবিষয়ে কিছুই বলার নেই। আমার যেটা ঠিক মনে হয়েছিল, করেছি। বাকি সিদ্ধান্ত দর্শকরা নেবেন। ’ এদিকে আবার অনুশ্রী দাস বলেন, ‘আমি বীথি চরিত্রটিতে আসার পরই ধারাবাহিক বন্ধ হচ্ছে, এমনটা নয়। আমাদের শ্যুটিং শেষ, তবে সম্প্রচার পর্ব আরও কিছুদিন চলবে। সেটাও পজিটিভ দিক।’
এদিকে মেয়েবেলা বন্ধ হওয়া নিয়ে পরিচালক সুমন দাস একটা মন খারাপ করা পোস্ট লেখেন। বলেন, ‘অনেকদিন পরে একটা মনের মতো শো পরিচালনা করতে পেরে খুব ভালো লাগছিল। কিন্তু সেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। যাই হোক, ভালো জিনিস কম হলেই ভালো। সেটা মনে থেকে যায়। আর মানুষও বিরক্ত হয় না। থ্যাঙ্ক ইউ সুরিন্দর ফিল্মস, থ্যাঙ্ক ইউ মেয়েবেলার সমস্ত আর্টিস্টদের। থ্যাঙ্ক ইউ স্টার জলসাকে।’
এদিকে মেয়েবেলা বন্ধে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ এর জন্য রূপা গঙ্গোপাধ্যায়কে দায়ী করেছেন, কেউ আবার দায়ী করেছেন অবান্তর ট্রোলিংকে। কারোর মন্তব্য নোংরামো ছাড়া কোনও সিরিয়াল চলছিল, এমন পরিণতির দায় দর্শকদেরই নিতে হবে।
For all the latest entertainment News Click Here