মেয়েবেলার ‘প্রেম’ নবনীতা লুকিয়ে গিয়েছিলেন জিতুর থেকেই! ফাঁস হয় বিয়ের পর
একসময় টলিউডের পাওয়ার কাপল হিসেবে দেখা হত জিতু কমল আর নবনীতা দাসকে। তাদের বিয়ে ভাঙার খবরে তাই আঘাত পেয়েছেন অনুরাগীরা। আচমকাই ফেসবুকে একটি পোস্ট করেন নবনীতা গত সপ্তাহে। লেখেন, ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না… টাওয়াল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবে না.… কিছুই আর একসাথে হবে না…’। প্রথমটা যেন অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিছুক্ষণ পর ফেসবুকে একটি পোস্ট আসে জিতুর তরফে। যেখানে লেখা ছিল, ‘তোমাক আগেও সামলেছি বাচ্চা বাউ, ভবিষ্যতেও সামলাব।’
জিতু-নবনীতার ডিভোর্সের মাঝেই ভাইরাল তাঁদের পুরনো কিছু ভিডিয়ো, তাঁদের একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি। গত বছর স্টার জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে অংশ নিয়েছিলেন একসঙ্গে। তাঁদের মধ্যেকার সুন্দর বোঝাপড়া, ‘বাচ্চা বউ’ নবনীতাকে জিতুর সবসময় আগলে আগলে রাখা মন ভরিয়েছিল সকলের।
সম্প্রতি জিতু-নবনীতার ভক্তরাই ইউটিউব থেকে খুঁজে বের করেছেন ‘ইস্মার্ট জোড়ি’-র একটি এপিসোডের ঝলক। যা ছিল স্কুলের প্রেম নিয়ে। সঞ্চালক জিৎ-এর প্রশ্নের উত্তরে নবনীতা জানিয়েছিলেন, গার্লস স্কুলে পড়ার কারণে স্কুলপ্রেমটা না হলেও, প্রেম হয়েছিল কোটিংয়ে। শিক্ষকের উপরেই ছিল তাঁর ‘ক্রাশ’। শুনে তো পাশে বসে থাকা জিতুর মুখ হাঁ। নবনীতার কথায়, ‘প্রাইভেট টিউটর ছিল। নিউট্রিশন পড়তাম। ওঁর জন্যই নিউট্রিশন নিয়েছিলাম। ঢাকুরিয়ায় পড়তে যেতাম। স্কুলও ছিল ঢাকুরিয়ায়।’
যদিও বউ-এর ছোটবেলার ক্রাশের গল্প শুনে বেশ মজাই পান জিতু। বরং নবনীতাকে কটাক্ষ করে বলেন, ‘কই নিউট্রিশন পড়ে তোমার নিউট্রিশনে তো কিছুই হল না!’ যা শুনে হেসে ফেলেন জিৎ থেকে শুরু করে সকল প্রতিযোগীরাই।
ডিভোর্স নিয়ে এখনও স্পিকটি নট জিতু কমল। তবে মুখ খুলেছেন নবনীতা। জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিলেন দুজনেই সব ঠিক নেই। আগের মতো ভালো নেই তাঁরা একে-অপরের সঙ্গে। তাই দুজনে আলোচনা করেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত চলছে সেপারেশন পরিয়ড। মাস তিনেকের বেশি সময় ধরে আলাদা থাকছেন। আর মাস তিন পরেই হয়তো কোর্ট থেকে পেয়ে যাবেন ডিভোর্সের তারিখ।
এদিকে, জিতু আর নবনীতার আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকেই জড়িয়ে যায় আরেকটা নাম, তা হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আসলে এসকে মুভিজের প্রযোজনায় শ্রাবন্তীর সঙ্গে ‘আমি আমার মতো’ ছবিতে কাজ করতে চলেছেন জিতু। আর মাস কয়েক আগেই লন্ডনে ‘বাবুসোনা’ ছবির শ্যুটিং সেরেছেন। তো নেটিজেনদের অনেকেই ট্রোল করতে থাকেন শ্রাবন্তীকে। সেই জল্পনা থামাতে ফেসবুক লাইভে আসেন নবনীতা। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, ‘এটা আমার আর জিতুর মিউচুয়াল ডিসিশন, আমাদের সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় ব্যক্তির কোনওরকম হাত নেই। জিতুর সঙ্গে অন্য সহ-অভিনেত্রীর নাম জড়ানো হচ্ছে। অনেক জায়গাতেই শ্রাবন্তীদিকে নিয়ে আমি জিতুর নাম জড়াতে দেখছি, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। এগুলো একদম ঠিক নয়। আমি এতে আশাহত হয়েছি। শ্রাবন্তীদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। লন্ডনে যখন আমি গিয়েছিলাম ওর সঙ্গে বসে চিপস খেয়েছি, গল্প করেছি, আড্ডা মেরেছি। যা রটছে তা ঠিক নয়।
For all the latest entertainment News Click Here