মেয়েদের IPL-এ দল কেনার জন্য কোন কোন ফ্র্যাঞ্চাইজি এগিয়ে এল? জেনে নিন
এপ্রিলে শুরু হবে ছেলেদের আইপিএল। তার আগেই ইতিহাস গড়তে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বছর থেকেই শুরু হবে মহিলাদের আইপিএল। ছেলেদের আইপিএল শুরু হওয়ার আগেই তা সেরে নিতে চাইছে বিসিসিআই। বুধবার মেয়েদের আইপিএলের জন্য দলের মালিকানা এবং পরিচালনার জন্য ইচ্ছুক সংস্থার কাছ থেকে দরপত্রের আহ্বান জানায় ভারতীয় বোর্ড। ইতিমধ্যেই পাঁচটি ফ্রাঞ্চাইজি মহিলা আইপিএলে খেলবে বলে জানিয়ে দিয়েছে।
চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস দল কেনার ইচ্ছা প্রকাশ করেছে। এই দল গুলির মধ্যে চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে গিয়েছে। প্রয়োজনীয় নথি পত্র ইতিমধ্যেই বোর্ডের কাছে জমা দিয়েছে। এই প্রসঙ্গে চেন্নাইয়ের সিইও কাসি বিশ্বনাথন বলেন, ‘আমরা মহিলা আইপিএলের দল কিনতে আগ্রহী। মহিলা আইপিএল হতে চলেছে আর তাতে চেন্নাইয়ের মহিলা দল থাকবে না এটা ঠিক হবে না। আমরা চাই মহিলা ক্রিকেটের আরও বিস্তার ঘটুক। আমরা ইতিমধ্যে বিড ডকুমেন্ট কেনার জন্য আবেদন করেছি। রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বার্থাকুর বলেন, ‘দল কিনতে আমরা আগ্রহী। নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি বোর্ডকে জানানো হবে।’
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, একটি দল কেনার জন্য প্রাথমিক কোনও মূল্য নির্ধারণ করেনি বিসিসিআই। যা ভালো চোখে দেখছে অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানান, ‘মহিলা আইপিএলের দল কেনার জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করে দেয়নি বোর্ড। এটি একটি দারুন সিদ্ধান্ত। আগে থেকেই যদি একটি সর্বোচ্চ মূল্য ঠিক করে রাখা হত তাহলে অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী হত না।’ তিনি আরও জানান, ‘দল কেনার প্রাথমিক মূল্য যদি ৪০০ কোটি রাখা হত তাহলে একটি ফ্রাঞ্চাইজির বছরে কম করে ৫০ থেকে ৮০ কোটি টাকার লোকসান হত। সেটা কেউ চাইতো বলে আমার মনে হয় না। তাই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।’
অন্যদিকে সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা টি-টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক ভিড় হয়। ৪৭ হাজার সমর্থক খেলা দেখতে আসেন। আর এই ভিড় দেখেই ফ্রাঞ্চাইজিগুলি আশা করছে আইপিএলেও রেকর্ড সংখ্যায় ভিড় হবে।
For all the latest Sports News Click Here