মেয়েকে সঙ্গে রাখা যাবে না, তাই এশিয়াড থেকেই সরে দাঁড়ালেন পাক তারকা ক্রিকেটার
এশিয়ান গেমসে মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই পাকিস্তানের মহিলা ক্রিকেট দল থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রাক্তন অধিনায়ক বিসমাহ মারুফ। চিনের হাংঝুতে হতে চলা ২০২৩ এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, অ্যাথলিটরা ভিলেজে সন্তানদের সঙ্গে রাখতে পারবেন না। ৩২ বছর বয়সী বিসমাহও তাই এশিয়াডেই অংশ নিচ্ছেন না।
জন্মের পর থেকে প্রায় প্রতিটি সিরিজেই বিসমাহের সঙ্গী হিসেবে থাকে তাঁর ছোট্ট মেয়ে ফতিমা। গত বছর নিউজিল্যান্ড বিশ্বকাপে দেখা গিয়েছিল, বিসমাহের ছোট্ট মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন হরমনপ্রীত কৌররা। সেই ভিডিয়ো নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল। দ্বিপাক্ষীয় সিরিজ বা আইসিসি টুর্নামেন্টে এমন কোনও নিয়ম না থাকলেও, এশিয়ান গেমসের কড়াকড়ির কারণে এবার মেয়েকে সঙ্গে নিতে পারবেন না বলে সরে দাঁড়ালেন বিসমাহ।
এর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও ভিলেজে মেয়েকে সঙ্গে রাখতে পারেননি বিসমাহ। কিন্তু সেবার মেয়ে এবং মাকে আলাদা করে ভিলেজের বাইরে হোটেলে রেখেছিলেন। এবার আগেভাগেই এশিয়ান গেমস থেকেই সরে দাঁড়ালেন তিনি।
আরও পড়ুন: শফিকের দ্বিশতরান, সলমনের সেঞ্চুরি, সঙ্গে শাকিলের বিশ্ব রেকর্ড, রানের পাহাড়ে পাকিস্তান
এশিয়ান গেমসের জন্য পাকিস্তান দল ঘোষণার সময়ে বিসমাহের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিসিবির মহিলা ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক। তিনি বলেছেন, ‘বিধিনিষেধের কারণে কন্যাশিশুকে গেমস ভিলেজে রাখতে পারবেন না- তাই এই ইভেন্টে বিসমাহ মারুফ সরে দাঁড়িয়েছেন। তাঁকে না পাওয়াটা দলের জন্য দুর্ভাগ্যজনক।’
পাকিস্তানের হয়ে ২৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিসমাহের দলে না থাকা প্রসঙ্গে অধিনায়ক নিদা দার বলেছেন, ‘আয়োজকদের নিয়মের কারণে বিসমাহ মারুফ দলের সঙ্গে যোগ দিতে পারছে না। এটি নিঃসন্দেহে খারাপ লাগার বিষয়। অনেক দিন ধরে বিসমাহকে চিনি বলে আমি বুঝি, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ওর কাছে কতটা বড় ব্যাপার।’
আরও পড়ুন: ICC Test Ranking-এ পাক ক্রিকেটাররা নজর কাড়লেন, সেঞ্চুরির পরেও দশে জায়গা পেলেন না কোহলি, বড় লাফ দিলেন সিরাজ, যশস্বী
এশিয়ান গেমসের দুই আসরে, যখন ক্রিকেটকে রাখা হয়েছিল, সেই ২০১৪ এবং ২০১০ সালে সোনা জিতেছিল পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা। এবারের আসরে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অবস্থান অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে পাকিস্তান। যে ম্যাচগুলো হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। ২৫ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল, ফাইনাল ২৬ সেপ্টেম্বর। ব্রোঞ্জ ম্যাচও হবে ২৬ তারিখেই।
এদিকে পাকিস্তানের মহিলা ক্রিকেটার আয়েশার নাসিমের অবসর নিয়ে মুখ খুলেছেন তানিয়া। কিছু দিন আগেই মাত্র ১৮ বছর বয়সে ক্রিকেটজীবনে ইতি টেনেছেন তিনি। আয়েশা জানিয়েছেন, ‘ধর্মীয় কারণে’ অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে তানিয়া বলেছেন, ‘আয়েশা নাসিমের ভবিষ্যতের জন্য শুভকামনা। ব্যক্তিগত কারণে ওঁর ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তকে পিসিবি সম্মান করে।’
For all the latest Sports News Click Here