মেয়েকে র্যাম্পে হাঁটতে দেখে গর্বিত অর্জুন, মাইরার ভিডিয়ো পোস্ট করে কী লিখলেন
মেয়ে মাইরা রামপালের র্যাম্প ওয়াকের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেতা অর্জুন রামপাল। সম্প্রতি ইন্ডিয়া কোর্টিয়ার উইকে র্যাম্পে হেঁটে যাওয়া মডেলদের একজন ছিলেন মাইরা। ফ্য়াশন উইক থেকে মেয়ের ছবি এবং ভিডিয়ো শেয়ার করে অর্জুন নিজেকে ‘গর্বিত’ বাবা বলেছে।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘আমার ছোট্টটির জন্য অনেক গর্বিত, মাইরা রামপাল বর্তমানে রানওয়েতে নিজেকে দারুণ ভাবে তুলে ধরেছে’। আরও পড়ুন: ‘এখনও আমি ওঁর বডিগার্ড’, মাকে নিয়ে এ কী বললেন টুইঙ্কল
অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস অভিনেতার পোস্টে প্রতিক্রিয়ায় একটি হাততালির ইমোজি শেয়ার করেছেন। পরিচালক অভিষেক কাপুর অর্জুনের পোস্টে লেখেন, ‘ওয়াও.. ও খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর বিকশিত হচ্ছে’। একজন ভক্ত লিখেছেন, ‘ও সুন্দরী তবে হাঁটার কায়দা আরও শিখতে হবে’। অপর একজন লিখেছেন, ‘ওকে দেখতে ওর মায়ের মতো!!! এত সুন্দর নিখুঁত’।
গত সপ্তাহে চতুর্থবার বাবা হয়েছেন অর্জুন রামপাল। পুত্র সন্তানের বাবা হয়েছেন অভিনেতা। অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হয়েছে গত ২০ জুলাই।
ছেলে হওয়ার খবর জানিয়ে অর্জুন এদিন তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে এদিন একটি ফুটফুটে পুত্র সন্তান এল। মা আর ছেলে দুজনেই ঠিক আছে। মনটা খুশিতে ভরে উঠেছে আর কৃতজ্ঞ। সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ’।
অর্জুন এবং গ্যাব্রিয়েলা বেশ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে আছে। বিগত কয়েক বছর ধরেই তাঁরা একে অন্যকে ডেট করছেন। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং তারপর প্রেম। বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের জীবনে তাঁদের প্রথম সন্তান অরিক রামপাল আসে। ৪ বছর পর এল তাঁদের দ্বিতীয় সন্তান।
উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে অর্জুনের দুই কন্যা আছে, মাহিকা রামপাল এবং মাইরা রামপাল। ২০১৯ সালে অর্জুন এবং তাঁর প্রাক্তন স্ত্রীর আইনত বিবাহবিচ্ছেদ হয়। তবে দুই মেয়ের সঙ্গে দারুণ বন্ডিং বাবা অর্জুনের।
For all the latest entertainment News Click Here