মেয়েকে রেখে একাই হাজির মুম্বই! ডায়েট ভুলে জমিয়ে দেশি খাবার খেলেন প্রিয়াঙ্কা
দীর্ঘ তিন বছর পর ঘরে ফেরা। তাই মুম্বইতে ফিরে ডায়েটকে গুলি মেরে কবজি ডুবিয়ে দেশি খাবারের স্বাদ নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঝটিকা সফরে মুম্বই এসেছিলেন নায়িকা। শুক্রবার রাতে মুম্বইয়ে এক প্রমোশন্যাল ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী, পরনে কমলা রঙা ড্রেস। তবে ইভেন্টের জন্য তৈরি হওয়ার আগে উদরপূর্তি সারলেন নায়িকা। সেই ঝলক ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী।
ছিপছিপে শরীর ধরে রাখতে প্রিয়াঙ্কা মেনে চলেন কঠিন ডায়েট। কিন্তু খেতে বেজায় ভালোবাসেন অভিনেত্রী। সেই কারণেই তো নিউ ইয়র্কে ‘সোনা’ খুলেছেন তিনি। আর এতদিন পর মুম্বইতে এসে ভারতীয় স্বাদে মজলেন পিগি চপস। ছবিতে দেখা গেল সোফায় বসে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর মুখ হাঁ! সামনের টেবিলে সাজানো রয়েছে রাশি রাশি খাবার। কী নেই সেই খাবারের তালিকায়? সিঙ্গারা থেকে ফ্রায়েড রাইস, ভাত, বিভিন্ন তরকারি, ডাল,চাপাটি, মাংস, পনির, স্যালাড আরও কত্ত কী! প্রিয়াঙ্কার একার পক্ষে এই খাবার শেষ করা অসম্ভব, তাই হয়তো অভিনেত্রীর মুখ হাঁ হয়ে গিয়েছে এটি দেখে।
এই ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘প্রতিদিন, প্রতিবারের খাবার… পরিবার আর বন্ধুরা মিলে আমাকে খুব খাওয়াচ্ছে! বাড়ির খাবারই সেরা খাবার’। বোঝা গেল এই খাবার ঘরের তৈরি, কোনও রেস্তোরাঁ থেকে কিনে আনা নয়। প্রিয়াঙ্কা ভারতে এসেছেিলেন নিজের হেয়ারকেয়ার ব্র্যান্ডের প্রচারে। সম্প্রতি ভারতীয় বাজারে এটি লঞ্চ করেছে।
মা হওয়ার পর এই প্রথম দেশের মাটিতে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। শুক্রবার রাতের বিমানেই লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। গত জানুয়ারি মাসেই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা। সকলে আশা করেছিল মেয়ে মালতিকে নিয়েই ভারতে আসবেন প্রিয়াঙ্কা, যদিও ফ্যানেদের আশায় জল ঢেলে দেন নায়িকা। একাই মুম্বইয়ে পৌঁছেছিলেন তিনি। স্বামী নিক ও মা মধু চোপড়ার জিম্মায় ৯ মাসের শিশুকন্যাকে রেখে এসেছেন অভিনেত্রী।
আগামিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘লাভ এগেন’ এবং ‘সিটাডেল’ সিরিজে। প্রিয়াঙ্কা ছাড়াও রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’ থাকছেন রিচার্ড ম্যাডেন, যা মুক্তি পাবে প্রাইম ভিডিয়োয়।
বলিউডে দেশি গার্লের পরবর্তী ছবি হতে চলেছে ‘জি লে জারা’। ফারহান আখতারের এই ছবি হতে চলেছে তিন মেয়ে বন্ধুর রোড ট্রিপের গল্প। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে থাকছেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।
For all the latest entertainment News Click Here