মেয়ার্সের ক্যাচ মিস করে ভিলেন বনে যাওয়া খালিলই ২ উইকেট নিয়ে করলেন বড় রেকর্ড
লখনউ সুপার জায়ান্টসকে ১৯৩ রানে পৌঁছতে বড় ভূমিকা নেন কাইল মেয়ার্স। তাঁর ৩৮ বলে ঝোড়ো ৭৩ রানের ইনিংসই লখনউয়ের ভিত মজবুত করে। তবে তিনি যখন ১৪ রানে ব্যাট করছিলেন, সেই সময়ে খালিল আহমেদ তাঁর ক্যাচ মিস করেন। সেই সময়ে মেয়ার্স আউট হয়ে গেলে, হয়তো খেলার ফল অন্য রকম হতে পারত।
এই ক্যাচ মিস করে খালিল শনিবার দিল্লি ক্যাপিটালসের ভক্তদের কাছে খলনায়ক বনে যান। অথচ তিনিই চুপিসারে গড়ে ফেলেন বড় রেকর্ড। আইপিএলে দ্রুততম ৫০ উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়েছেন খালিল। তিনি শনিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিস (১০ বলে ১২ রান) এবং নিকোলাস পুরানকে (২১ বলে ৩৬ রান) আউট করেন। ৪ ওভার বল করে ৭.৫০ ইকোনমি রেটে ৩০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন খালিল। সেই সঙ্গে ২৫ বছরের দিল্লির তারকার আইপিএলে ৫০ উইকেট নেওয়া হয়ে গেল।
আরও পড়ুন: আশঙ্কা ছিলই, শেষ পর্যন্ত 2023 IPL থেকে ছিটকেই গেলেন উইলিয়ামসন, জানিয়ে দিল GT
এই ৫০ উইকেটে পৌঁছতে তিনি ৩৫টি ম্যাচ নিয়েছেন। এর আগের রেকর্ডটি ছিল অমিত মিশ্রের। তিনি ৩৭টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। এত দিন অমিত মিশ্রই ছিলেন আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট নেওয়া ভারতীয় বোলার। সেই রেকর্ড শনিবার ভেঙে দিলেন খালিল আহমেদ।
আরও পড়ুন: LSG-এর ১৯০-এর উপর রান হওয়ার কথাই নয়- বোলার এবং ফিল্ডারদের উপর ক্ষেপে লাল DC কোচ
প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে রিকি পন্টিংকে দায়ী করেছেন দলের দুর্বল বোলিং এবং খারাপ ফিল্ডিংকে। এমন পারফরম্যান্স করলে ভাল কিছু আশা করা যাবে না বলেও মেনে নিয়েছেন দিল্লির কোচ। তাঁর দাবি, ‘প্রথম চার ওভারের পর আমাদের ফিল্ডিং সত্যিই জঘন্য ছিল। দুই-একটি সুযোগ নিস করেছি। মিসফিল্ড করেছি। কাইল মেয়ার্সের ক্যাচ মিস করার খেসারত দিতে হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘ও (মেয়ার্স) এই সুযোগ কাজে লাগায় এবং জীবনদান পাওয়ার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করে। ও আমাদের স্পিনারদের ছাতু করে। এটা আমাদের জন্য ভালো শিক্ষা ছিল।’
শনিবার টস হেরে ব্যাট করতে নেমে লখনউ ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। কাইল মেয়ার্স (৭৩) এবং নিকোলাস পুরান (৩৬) দুর্দান্ত ব্যাটিং করেন। জবাবে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে পারে। যার নিট ফল, কেএল রাহুলের দল ৫০ রানে ম্যাচ পকেটে পুড়ে ফেলে।
For all the latest Sports News Click Here