মেট্রোয় ন্যাড়া মাথাতেও হিট শাহরুখ, এর মাঝেই জওয়ানের নতুন গানের শ্যুটিংয়ে বাদশা
দু-দিন আগেই ‘জওয়ান’-এর প্রথম ঝলক শেয়ার করেছেন শাহরুখ। সেই ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি নেটপাড়ার বাসিন্দারা। ২ মিনিট ১২ সেকেন্ডের ‘জওয়ান’ প্রিভিউ ঝড় তুলেছে অন্তর্জালে। কী সেই সেখানে! মারকাটারি অ্যাকশন, হেলিকপ্টারে মারপিট কার চেজিং থেকে ‘বেকরার করবে হামে’ গানে শাহরুখের নাচ! গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে অচেনা রূপে তাক লাগালেন শাহরুখ, আবার ন্যাড়া মাথায় ধরা দিতেও পিছপা হলেন না। আরও পড়ুন-মাথা ন্যাড়া, মেট্রোয় ‘জওয়ান’-এর নাচ, প্রিভিউ দেখে শাহরুখের কাছে নতজানু সুজয় ঘোষ, বাকিরা কী বলছেন?
‘জওয়ান’-এর এই ঝলক ছবি ঘিরে অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। এর মাঝেই ছবির নতুন গানের শ্যুটিং শুরু করলেন বাদশা। সদ্যই লস অ্যাঞ্জেলসে ডাঙ্কি-র শ্যুটিং সেরে মুম্বই ফিরেছেন শাহরুখ, আর এসেই সোজা কাজে। জানা গিয়েছে গত সোমবার থেকেই মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে শুরু হয়েছে অ্যাটলির ছবির এই স্পেশ্যাল গানের শ্যুটিং। সূত্রের খবর, শুরুতে দুবাইতে এই গানের শ্যুটিং হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়। জানা যাচ্ছে সপ্তাহভর এই গানের শ্যুটিং চলবে।
জানা গিয়েছে, জওয়ান ছবিতে শাহরুখের যতগুলি লুক রয়েছে, প্রত্যেকটি ধরা পড়বে এই গানে। ভিডিয়োয় সুপারস্টারের সঙ্গী হবেন নায়িকা নয়নতারা, সানিয়া মালহোত্রা-সহ ছবির পুরো গার্ল গ্যাং। অনিরুদ্ধের কম্পোজ করা এই গান কোরিওগ্রাফ করছেন বৈভবী মার্চেন্ট।
শাহরুখের ‘জওয়ান’-এর প্রিভিউ দেখে নেটপাড়া বলছে ‘টু গুড’। জওয়ান-এর ঝলক দেখে মুগ্ধ ভাইজানও। পাঠানের জন্য গলা ফাটিয়েছেন টাইগার। জওয়ান-এর প্রিভিউ-তে শাহরুখের চরিত্রের একাধিক শেডস ধরা পড়েছে। , ‘জওয়ান’ জানেন না তিনি আদতে কে, তাঁর পরিচয় কী, তিনি পাপ নাকি পূণ্য, ভালো না খারাপ, এসবের কোনও উত্তর তাঁর কাছে নেই। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি ছাড়া আরও তামিল, তেলুগু, মালায়ালি ভাষায় মুক্তি পাবে। এই ছবির সঙ্গেই প্রথমবার আক্ষরিক অর্থে প্যান ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি। বছরের শুরুতেই ১০০০ কোটির পাঠান দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ, জওয়ান ঘিরেও উত্তেজনার পারদ তুঙ্গে। ২০২৩ আক্ষরিক অর্থেই শাহরুখ খানের বছর হতে চলেছে। পাঠান ও জওয়ান-এর পর চলতি বছর শেষে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন তারকা। সেই ছবিতে প্রথমবার রাজ কুমার হিরানির সঙ্গে জুটিতে কিং খান। ক্রিসমাসে মুক্তি পাবে ‘ডাঙ্কি’।
For all the latest entertainment News Click Here