মেঝেতে ভাসছে রক্ত! বছরের শেষ রাতে রক্তারক্তি কাণ্ড বাঁধালেন মিমি, কী হল নায়িকার?
নতুন বছরের শুরুটা একদম ভালো হল না মিমির (Mimi Chakraborty)! শুক্রবার রাতে যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখনই দুর্ঘটনার শিকার টলি অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়ো শেয়ার করেছেন মিমি, যা দেখে শিউরে উঠল ভক্তরা। সংক্রান্তির দিনে কী এমন ঘটল মিমির সঙ্গে?
ছোট্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, মিমির ঘরের সাদা মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। বরফ ভর্তি সাদা বাটিও লাল হয়ে গিয়েছে। নায়িকার হাতের আঙুল দিয়ে গলগল করে রক্ত ঝরছে, যা দেখতে সত্যি আঁতকে উঠবেন। ভিডিয়োর ক্যাপশনে মিমি লিখেছেন, ‘আর এটা ঘটে গেল…. চিয়ার্স’।
ছবিতে স্পষ্ট বাঁ হাতের তর্জনীর মাথার অংশটা গভীরভাবে কেটে গিয়েছে মিমির। কোনও ধারালো জিনিসে কাটতেই এতটা গভীর ক্ষত তৈরি হবে তা স্পষ্ট। কিন্তু কীভাবে দুর্ঘটনার শিকার হলেন মিমি, তা স্পষ্ট নয়। ইনস্টাগ্রামে ভীষণ অ্যাক্টিভ মিমি। সারাদিনের নানান মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এদিনও চৈত্রের দুর্বিসহ গরমে আম খাওয়ার ছবি ভাগ করে নিয়েছিলেন নায়িকা। আম কাটতে গিয়েই কি এমন কাণ্ড ঘটালেন যাদবপুরের সাংসদ? তা জানা নেই।
দীর্ঘ সময় ধরেই রক্তপাতের যন্ত্রণা সহ্য় করতে হয়েছে। শেষে আঙুলে বরফ চেপে যন্ত্রণা লাঘবের চেষ্টায় মিমি। নববর্ষের শুরুটা এমনভাবে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি মিমি, তাঁর এই দশা দেখে মন খারাপ অনুরাগীদেরও।
আরও পড়ুন- ‘আরে এটা অরিজিৎ!’ এক গাড়িতে বোলপুর গিয়েও গায়ককে চিনতে পারেননি মিমি, তারপর…
সবে ‘রক্তবীজ’-এর শ্যুটিং শেষ করেছেন মিমি। এই ছবির সুবাদে ফের একবার শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে এই টলি সুন্দরী। এর আগে ‘পোস্ত’ ছবিতে এবং তাঁর হিন্দি সংস্করণেও (মুক্তির অপেক্ষায়) ‘উইন্ডোজ’-এর সঙ্গে কাজ করেছেন মিমি। দু-দিন আগেই ‘রক্তবীজ’-এর শ্যুটিং শেষ করেছেন মিমি-আবিররা। হ্যাঁ, এই ছবিতে মিমির সঙ্গে দেখা মিলবে আবির চট্টোপাধ্যায়ের। দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ’। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। আজকাল খুব বেছে বেছে কাজ করেন মিমি। ‘রক্তবীজ’ নিয়ে উত্তেজিত নায়িকা, তাঁর কথায় ‘ওয়ার্ল্ড ক্লাস ছবি নিয়ে হাজির হচ্ছি’।
আরও পড়ুন-মা-বাবা হতে চলেছেন ঋদ্ধিমা-গৌরব, পয়লা বৈশাখে বেবি বাম্পের ছবি শেয়ার নায়িকার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here