মেজাজ হারালেন রোহিত, রেগে তরুণ ওয়াশিংটনকে দিলেন ‘গালাগালি’, চটে লাল নেটপাড়া
মাঠের মধ্যেই ওয়াশিংটন সুন্দরের উপর চটলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমনকী তরুণকে গালাগালি দেওয়ারও অভিযোগ উঠল রোহিতের বিরুদ্ধে। যা নিয়ে নেটিজেনরা তুমুল ক্ষোভ উগরে দিয়েছেন।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি ভারত। ৪২ তম ওভারে ১৮৬ রানে অল-আউট হয়ে যায়। তারপর বল হাতে বাংলাদেশকে রীতিমতো চাপে ফেলে দেয় ভারত। একটা সময় ১৩৬ রানে নয় উইকেটে পড়ে যায় বাংলাদেশের। তারইমধ্যে ৪৩ তম ওভারে মেহদি মিরাজ হাসানকে আউট করার সুযোগ হাতছাড়া করেন ভারতীয়রা। তাতেই তুমুল চটে যান রোহিত।
আরও পড়ুন: এক ফর্ম্যাটের রেকর্ডের তুলনা টেনে অন্য ফর্ম্যাটে বিচার পন্তকে- ক্ষুব্ধ কার্তিক
বাংলাদেশের ইনিংসের ৪৩ তম ওভারে বল করছিলেন শার্দুল ঠাকুর। তৃতীয় বলে মেহদির শট উপরের দিকে উঠে যায়। বলটা এতটা উঁচুতে উঠে যায় যে ফাইন লেগের কাছে পৌঁছে যান কেএল রাহুল। কিন্তু ক্যাচ ফস্কে দেন। পরের বলেই ফের সুযোগ দেন মেহদি। অফস্টাম্পের বাইরে লেংথ বল করেন শার্দুল। জোরে শট মারেন বাংলাদেশের ব্যাটার।
আরও পড়ুন: BAN vs IND: বিরাট যেন বাজপাখি- এক হাতে উড়ন্ত ক্যাচ, আউট হয়ে অবাক শাকিব নিজেও
কিন্তু ঠিকভাবে টাইমিং করতে পারেননি মেহদি। ব্যাটের উপরের দিকে লাগে লস। ডিপ থার্ডের দিকে বল চলে যায়। যে ক্যাচটা সহজ ছিল, সেটা ধরার চেষ্টাই করেননি ওয়াশিংটন। সম্ভবত আলোর মধ্যে বল হারিয়ে ফেলেন। কিন্তু রোহিত একেবারেই সন্তুষ্ট হননি। তরুণ অল-রাউন্ডারের উপর তুমুল চটে যান। সেইসময় বাংলাদেশের স্কোর ছিল নয় উইকেটে ১৫৭ রান। জয়ের জন্য ৩০ রান দরকার ছিল। তারপর আর মেহদিদের পিছন ফিরে তাকাতে হয়নি। এক উইকেটে জিতে যায় বাংলাদেশ।
তারইমধ্যে রোহিতের সেই আচরণে চটেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘তরুণ ক্রিকেটারকে গালাগালি করছেন রোহিত শর্মা। লজ্জা হওয়া উচিত আপনার। ওয়াশিংটন সুন্দরের জন্য খারাপ লাগছে।’ অপর একজন বলেন, ‘ওয়াশিংটন সুন্দরকে গালিগালাজ করছেন রোহিত শর্মা। কুল ক্যাপ্টেন রেগে গিয়েছেন।’ আরও অনেকেই রোহিতের হাবভাবকে একেবারেই ভালো চোখে দেখেননি।।
For all the latest Sports News Click Here