মেগা নিলামে দল পাওয়ার দিনেই শতরানে বিপিএল রাঙালেন ডুপ্লেসি
শুভব্রত মুখার্জি: আইপিএলের মেগা নিলামের প্রথম দিনেই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক তথা ডানহাতি ব্যাটার ফাফ ডুপ্লেসির। আইপিএলে তার ভাগ্য নির্ধারিত হয়ার দিনেই চলতি বিপিএলের মঞ্চ দুরন্ত শতরান করে রাঙালেন ফাফ ডুপ্লেসি। ফাফের দলের প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে খুলনা টাইগার্সের বিপক্ষে শনিবাসরীয় ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য ছিল নিয়মরক্ষার ম্যাচ। ফলে আজকের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস এবং পেসার মুস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ফাফ ডুপ্লেসি। তিনি ব্যাটিংয়ে নামার আগেই পেয়ে গিয়েছিলেন সুখবর। আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে আইপিএলের নিলাম থেকে সাত কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে। বলা যায় নিজের আনন্দের দিনেই অসাধারণ শতরান হাঁকিয়ে প্রোটিয়া মহাতারকা রাঙালেন বিপিএলের মঞ্চ। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৫ উইকেটে ১৮২ রান করতে সমর্থ হয়।
মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে পারভেজ ইমনকে (৭) হারায় কুমিল্লা। মুমিনুল হকও ৭ রান করে রান আউট হন। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি বাঁধেন ভারপ্রাপ্ত অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৩৫ বলে ৪৯ রানের তৃতীয় উইকেট জুটি গড়েন দুজনে। ২৭ বলে ৩১ রান করে মাহমুদুল রান আউট হয়ে যান। চারে ব্যাট করতে নেমে ধ্রুপদি ছন্দে খেলতে থাকেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। মাত্র ৩০ বলে করেন পঞ্চাশ। এদিন মইন আলী ৯ বলে ৮ রান করে আউট হন। ডুপ্লেসি পরের পঞ্চাশ পূরণ করেন মাত্র ২২ বল। ৫২ বলে পৌঁছে যান তার শতরানে। ১২টি চার এবং ৩টি ছক্কায় রাঙিয়ে দেন তার ইনিংসকে। নাভিন উল হককে উড়িয়ে মারতে গিয়ে ৫৪ বলে ১০১ রানে করে আউট হন। ১১ বলে অপরাজিত ২০* রান করেন অংকন। কুমিল্লা ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলতে সমর্থ হয়। ১টি করে উইকেট নেন নাভিন উল হক, শেখ মেহেদি আর ফারহাদ রেজা।
তবে ডুপ্লেসির শতরানের পরেও এদিন ম্যাচ জিততে পারেনি কুমিল্লা। আন্দ্রে ফ্লেচার ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় কুমিল্লার বোলাররা। তাকে যোগ্য সঙ্গত দেন মাহেদী হাসান। ফলে ৯ উইকেটের বড় জয় পায় খুলনা টাইগার্স। ৬২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ফ্লেচার। তার ইনিংস সাজানো ছিল ৬ টি চার এবং ৬ টি ছয়ে। মাহেদী হাসান ৪৯ বলে ৭৪ রান করে আউট হন। ফলে ১৮.৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। এই জয়ের ফলে তাদের প্লে অফ ও নিশ্চিত হল।
For all the latest Sports News Click Here