মেকআপ রুমে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ল অভিনেত্রীর শরীরের ৩৫%, আঁখির অবস্থা আশঙ্কাজনক!
শ্যুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশি ছবি তথা নাটকের জনপ্রিয় মুখ শারমিন আঁখি। ঢাকার মিরপুরে একটি নাটকের সেটে ঘটে এই দুর্ঘটনা। মেকআপ রুমে শর্ট সার্কিট থেকে ঘটা বিস্ফোরণে অভিনেত্রীর শরীরের হাত-পা সহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তড়িঘড়ি তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। চিকিৎসরা জানিয়েছেন, আঁখির শ্বাসনালী-সহ শরীরের ৩৫% পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি রবিবার দুপুরের। মিরপুরের একটি নতুন শ্যুটিং সেটে ‘অমীমাংসিত প্রেম’ নাটকের কাজ চলছিল। আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পায় গোটা ইউনিট। হালকা করে কেঁপে ওঠে গোটা শ্যুটিং সেট। এরপর দেখা যায় মেকআপ রুমের দরজা, জানলা ভেঙে গিয়েছে। পরিচালক আশফাকুল আলম সে দেশের সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। আঁখি পরের দৃশ্যের জন্য একাই মেকআপ রুমে রেডি হচ্ছিল। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ—হাত, পায়ের চামড়া পুড়ে গেছে। তখনই আমরা মিরপুর একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।’
শারমিন আঁখির স্বামী নাট্য পরিচালক রাহাত কবির ঘটনার সময় শ্যুটিং সেটের নীচে ছিলেন। তিনি জানিয়েছেন, ‘শব্দ শুনে সঙ্গে সঙ্গে ওপরে যাই। গিয়ে দেখি আঁখির হাত, পা, মুখ পুড়ে ঝলসে গিয়েছে।….পরে চিকিৎসকেরা হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলেছেন, ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। সব মিলিয়ে অবস্থা গুরুতর।’
রাহাত আরও জানান, অভিনেত্রীকে তিনি প্রশ্ন করেছিলেন কীভাবে দুর্ঘটনাটি ঘটে। আঁখি জানিয়েছেন চুল স্ট্রেট করছিলেন তিনি। এরপর সকেট থেকে স্ট্রেটনারের প্লাগ খোলবার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয়, আর কিছু মনে নেই তাঁর। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা বাথরুমে কোনও কারণে গ্যাস জমে ছিল। এরপর স্ট্রেটনারের শট সার্কিট থেকে তৈরি বৈদ্যুতিক স্পার্কে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই মেকআপ রুমের একদম লাগোয়া বাথরুমটি।
আপতত বন্ধ ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শ্যুটিং। গোটা ইউনিট জুড়ে আতঙ্কের পরিবেশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেতা জানান, ‘একটু সতর্ক হলেই এইসব দুর্ঘটনা এড়ানো যায়, কিন্তু সেদিকে কারুর নজর নেই’।
এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামের এই মেয়ের অভিনয় সফর শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। রঙ্গমঞ্চ থেকে টেলিভিশনের জগতে পা রাখেন আঁখি।
For all the latest entertainment News Click Here