‘মেকআপ দিয়ে ফরসা করত’, বলিউড নিয়ে প্রিয়াঙ্কা! ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন কেন করেন
বলিউড নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ড্যাক্স শেফার্ডের পডকাস্ট শো আর্মচেয়ার এক্সপার্টে। কথা বলেছেন নিজের শ্যামলা রং নিয়ে। এবং কীভাবে হিন্দি সিনেমায় তাঁকে মেকআপ দিয়ে ফরসা দেখানোর চেষ্টা করা হত। সঙ্গে নিক ঘরণীকে বলতে শোনা যায়, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাুন করা তাঁর জন্য ‘ক্ষতিকর ছিল’।
প্রিয়াঙ্কাকে পডকাস্টে বলতে শোনা যায় তিনি যখন কেরিয়ার শুরু করেন তখন ‘বর্ণবাদ এতটাই স্বাভাবিক ছিল’। অভিনেত্রীর কথায়, ‘আমার মনে আছে যখন আমি চলচ্চিত্রে যোগ দিয়েছিলাম, আমাকে শ্যামলা বলে উল্লেখ করা হয়েছিল, ডাস্কি অভিনেত্রী হিসাবে লেখা হয়েছিল এবং আমি মনে মনে ভেবেছিলাম ‘ডাস্কি কী? এর মানে কী?’। তবুও, আমি একটি বাণিজ্যিক (ফেয়ারনেস ক্রিমের জন্য) করেছি কারণ আপনি একটি বিউটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। একটি বিউটি ব্র্যান্ড একজন অভিনেত্রীর কেরিয়ারের একটা সত্যিই বড় অংশ। এবং সমস্ত বিউটি ব্র্যান্ডগুলি সেই ক্রিমগুলি বিক্রি করছিল।’
‘কমার্শিয়ালটি এতটাই ক্ষতিকর ছিল। দেখানো হয়েছিল আমি কালো চামড়ার মেয়ে এবং এই ছেলেটি আসে এবং আমি ফুল বিক্রি করছি এবং সে আমার দিকে তাকায় না। আমি এই ক্রিমটি ব্যবহার করা শুরু করি এবং আমি একটি চাকরি পাই, আমি ছেলেটিকে পাই, আমার সমস্ত স্বপ্ন সত্যি হয়। এবং এই বিজ্ঞাপন 2000 এর দশকের মাঝামাঝিতে এসেছিল।’, নিজের কথায় যোগ করেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া ফাঁস করেছেন যে একাধিক সিনেমায় তাঁকে ‘ফরসা করা হয়েছিল’। তাঁর কথায়, ‘অনেক সিনেমায় আমার গায়ের রং হালকা করা হয়েছে। মেক-আপ এবং তারপর ব্লাস্টিং লাইটিং এর মাধ্যমে।’ কথাপ্রসঙ্গে ‘কিসমত’ সিনেমার একটি গানের কথা স্মরণ করেন যেখানে তাঁকে ‘দুধের মতো সাদা’ একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। বলেন, ‘একটা গান ছিল যেটা আমার এখনও মনে আছে। গানের কথা কিছু এরকম ছিল ‘চিট্টি দুধ কুড়ি’ যার অর্থ হল একটি মেয়ে যে দুধের মতো সাদা এবং আমি তা নই তবে আমি তার চরিত্রে অভিনয় করছিলাম এবং সিনেমায় আমায় সত্যিই সাদা দেখানো হয়েছিল।’
কোয়ান্টিকো অভিনেত্রীকে পডকাস্টে আরও বলতে শোনা গিয়েছে যে সেই সময় ফরসা লোকেদের বেশি সুযোগ করে দেওয়া হত কাস্টিংয়ের সময়। ‘‘যখন আমি সিনেমা ব্যবসায় যোগ দিয়েছিলাম, আপনি যদি ‘ফরসা হন তবে কাস্টিংয়ে বেশি সাফল্য’ পাবেন ব্যাপার ছিল। আক কালোদের জন্য, যদিও আমি ততটা কালো নই, যাই হোক কালোদের চল ছিল ‘চলুন আপনাকে মেকআপ দিয়ে ফরসা করি’।’’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here