মেইন আর্টারিতে ৯৫% ব্লকেজ! হার্ট অ্যাটাকের পর হাসপাতাল পৌঁছে শর্ত রাখেন সুস্মিতা
বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী সুস্মিতা সেন। চল্লিশের কোঠা পার করেও তন্বী শরীর ধরে রেখেছেন সুস্মিতা। গত ২রা মার্চ প্রকাশ্যে আসে দিন কয়েক আগে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন অভিনেত্রী। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে সুস্মিতার, তবে এখন অনেকটাই সুস্থ তিনি। সুস্মিতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে চমকে যান সকলেই! ফিটনেস ফ্রিক সুস্মিতার হার্ট অ্যাটাকের খবর বিস্মিত করেছিল অনেককেই. নায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। অবশেষে ইনস্টাগ্রাম ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সব প্রশ্নের জবাব দিলেন সুস্মিতা। সঙ্গে থাকল তাঁর হেলথ আপটেডও।
গত ২৭শে ফেব্রুয়ারি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে ভর্তি হন সুস্মিতা। এদিন ওই হাসপাতালের সকল চিকিৎসক, নার্স এবং অনন্য সদস্যদের অন্তর থেকে ধন্যবাদ জানান সুস্মিতা। অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘অনেক কিছু ঘটেছে গত মাসে…. এতো ভালোবাসা পেয়েছি, আর্শীবাদ পেয়েছি….ভালোবাসার কোনও খামতি ছিল না। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
সুস্মিতা যোগ করেন, তাঁকে নিজের পায়ে ফের দাঁড় করানোর জন্য কিছু মানুষের অবদান অনস্বীকার্য। একজন নয়, সুস্মিতাকে সুস্থ করে তুলতে বহু মানুষের অবদান রয়েছে। এই বঙ্গ সুন্দরীর কথায়,’আমি নিজের গোপনীয়তা পছন্দ করি। তাই আমি ওদের একটাই অনুরোধ করেছিলাম, যে আমি যে হাসপাতালে ভর্তি রয়েছি সে কথা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। ওরা সেই কথা রেখেছে। আমি ছুটি পাওয়া পর্যন্ত কেউ আমার অসুস্থতার খবর জানতে পারেনি’।
সুস্মিতা ধন্যবাদ জানাতে ভোলেননি তাঁর ‘আর্যা’ পরিচালক রাম মাধবানি ও তাঁর স্ত্রীকে। সুস্মিতা অবশ্য এখনও পুরোপুরি সুস্থ নন, ভাইরাল থ্রোট ইনফেকশনে ভুগছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম লাইভে সুস্মিতা ফাঁস করেন বড়সড় হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি। তাঁর মেইন আর্টারিতে ৯৫% ব্লকেজ ধরা পড়ে। অভিনেত্রীর কথায়, ‘আমি বরাত জোরে একটা বিরাট বড় হার্ট অ্যাটাকের থেকে রক্ষা পেলাম। বিরাট বলতে সত্যিই বিরাট… ৯৫% ব্লকেজ ধরা পড়ে আমার হার্টের মেইন আর্টারিতে। কিন্তু সেটা একটা খারাপ পর্ব, যা কেটে গিয়েছে। আমি কিন্তু একটুও ভয় পায়নি’।
সবশেষে সুস্মিতার সংযোজন, ‘আমি সৌভাগ্যবান যে ফের একবার আপনাদের মুখোমুখি হচ্ছি। কিন্তু আমি ভয় পায়নি। বরং নতুন করে জীবনে এগিয়ে যেতে চাই’।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ইনস্টা পোস্টে সুস্মিতা লিখেছিলেন, ‘কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল…অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে…স্টেন্ট বসেছে…সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট আবার নিশ্চিত করেছেন ‘আমার হৃদয় অনেক বড়। সময়মতো সাহায্যের জন্য সকলকে ধন্যবাদ।’
সুস্মিতা আরও লিখেছিলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের এই সুসংবাদ জানাতে চাই যে সব ঠিক আছে এবং আমি আবারও কিছুদিন নতুন জীবনের জন্য প্রস্তুত।’ বাবা সুবীর সেনের কতা টেনে সুস্মিতা জানান, বাবা তাঁকে বলেছেন, ‘নিজের হৃদয়কে খুশি রাখো, সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার দরকার সোনা।’
আরও পড়ুন-মঞ্চে গাইছিলেন, আচমকা মাথায় এসে পড়ল ড্রোন! মাটিতে লুটিয়ে পড়েন বেনি দয়াল,তারপর..
For all the latest entertainment News Click Here