মৃত বরের ছবি নিয়ে ব্যাঙ্কক যাওয়ায় ট্রোলড সংযুক্তা! কটাক্ষে জবাব অভিষেক-পত্নীর
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে স্বামীর হয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট করে থাকেন সংযুক্তা চট্টোপাধ্যায়। সম্প্রতি ব্যাঙ্ককে ঘুরতে গিয়েছেন তিনি মেয়ে ডলকে নিয়ে। আর সেখানে হোটেল থেকে অভিষেকের ছবি কোলে নিয়ে একটা ফোটো পোস্ট করেন তিনি। যা নিয়ে কটাক্ষ করে কেউ কেউ। এভাবে প্রয়াত স্বামীর ছবি নিয়ে ঘোরাকে ‘হাস্যকর’, ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেছেন!
ট্রোলারদের জবাব দিলেন সংযুক্তা। লিখলেন, ‘অভিষেকের ছবি নিয়ে আমার ঘুরতে আসা নিয়ে কিছু কমেন্ট চোখে পড়ল। কেউ বলছে আমি সমবেদনা পেতে এমনটা করেছি, তো কেউ বলছে লোক দেখানো। আমি জানি, আমার কোনও ধরনের সমালোচনায় সমালোচনায় জবাব দেওয়ার কোনও দরকার নেই। কিন্তু অভিষেকের নাম জড়িয়ে থাকায় কিছু কথা বলতে চাই।’
‘কেন আমার সমবেদনার দরকার পড়বে? ২০২২ সালের ২৪ মার্চ থেকে আমি ঘর চালাচ্ছি। মৃত্যু একটা স্বাভাবিক ব্যাপার আর আসবেই। প্রত্যেক সংসারকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। আমার এগিয়ে যাওয়ার রাস্তা হল অভিষেকের এনার্জিকে নিজের কাছে রাখা।’, লেখেন অভিষেক-
সংযুক্তা জানান, ডলের জন্মদিনের পার্টিতে অভিষেকের ছবিটা ফেলেই রেখে গিয়েছিলেন তিনি বাড়িতে। কিন্তু পার্টিতে ঢোকার ঠিক আগে খালি খালি অনুভব করেন তিনি। মনে হয় অভিষেক যেন কানের কাছে এসে বলছে, ডলের জন্মদিন আর আমাকেই রেখে গেলে!
সংযুক্তা আরও লেখেন, ‘এর আগে কোথাও গেল আমরা সাইয়ের ছবি সঙ্গে নিয়ে যেতাম। আর এখন অভির ছবি সঙ্গে রাখি, যদিও ও আমার হৃদয়ে থাকে। আর এমন না সবজায়গায় এই ছবি আমার সঙ্গে থাকে, যেমন ছুটি কাটানোর সময়, ওর শেষ ছবির ট্রেলার মুক্তিতে, যেখানে ওর থাকার দরকার। আমি ওর হয়ে প্রতিনিধিত্ব করছি।’
সঙ্গে নিজের ফেসবুক পোস্টে অভিষেক-পত্নী লেখেন, ‘সমবেদনা আর ভালোবাসার মধ্যে একটা ফারাক আছে। এটা অনেকেই বোঝেন না। আমার মনে হয়, সমবেদনা নিয়ে কারও বাঁচা উচিত না। আর যদি কেউ এটাকে হাস্যকর ভাবে, তাহলে আমার সত্যি কিছু বলার নেই।’
প্রসঙ্গত, ২৪ মার্চ শ্যুট থেকে ফিরে হার্টঅ্যাটাকে মারা যআন অভিষেক চট্টোপাধ্যায়। মাত্র ৫৭ বছর বয়সে সকলকে ছেড়ে চলে যান তিনি।
For all the latest entertainment News Click Here