মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা, সাফল্যের দিনেও মন ভালো নেই চঞ্চলের
মন ভালো নেই চঞ্চল চৌধুরীর। কেরিয়ারের সবচেয়ে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, অথচ যাঁকে দেখে জীবনপথে এগিয়ে চলা সেই মানুষটাই আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন চঞ্চল চৌধুরীর বাবা, রাধাগোবিন্দ চৌধুরী। এই মুহূর্তে ঢাকার এক হাসপাতালে ভর্তি তিনি। বিষন্নতা নেমে এসেছে চঞ্চল চৌধুরীর জীবনে।
কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে তাঁর নাম, সম্প্রতি এপার বাংলায় মুক্তি পেয়েছে ‘হাওয়া’। সামনেই মুক্তি পাবে তাঁর বহুচর্চিত সিরিজ ‘কারাগার’-এর সিজন ২। কিন্তু এত সাফল্যের মাঝেও দু-দণ্ড শান্তি নেই মনে। প্রিয়জনদের সঙ্গে সাফল্য ভাগ করে নিতে না পারলে সেটা কীসের সাফল্য? বাবার কথা আজ বড্ড মনে পড়ছে অভিনেতার। তাঁর সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী ফেসবুকের দেওয়ালে লিখলেন, ‘বাবার হাত ধরে থাকাটাই সন্তানের প্রশান্তি’।
পরিবারের কথাতেই অসুস্থ বাবাকে ফেলে কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছিলেন। তবুও মন মানে না। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ‘কারাগার’ অভিনেতা স্মৃতির পাতা হাতড়ে ফিরে গিয়েছেন ছেলেবেলায়। যখন কেবলমাত্র ‘দুলাল মাস্টারের সন্তান’ হিসাবেই পরিচিত ছিলেন তিনি। বাবা ছিলেন স্কুলের প্রধানশিক্ষক, তাই বাড়তি সমাদার পেতেন চঞ্চল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পালটে গিয়েছে। নিজের পরিচয় গড়েছেন চঞ্চল, দুই বাংলাতেই অভিনেতার যথেষ্ট নামডাক।
গত সপ্তাহে ফেসবুকের দেওয়ালে অভিনেতা লিখেছিলেন, ‘বাবাকে এক দিন জিজ্ঞেস করেছিলাম, ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি। এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে, তোমার কেমন লাগে? বাবা কোন উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছু ক্ষণ তাকিয়ে ছিলেন। তাঁর সেই গর্বিত মুখটা দেখে, আমার চোখ দুটো ঝাপসা হয়ে গিয়েছিল।’
এরপর বাবার সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘সন্তানের সকল সফলতায় বাবা মায়ের যে কি শান্তি,কি আনন্দ…তা আমি দেখেছি। কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়,আর প্রার্থনা করি,আমার বাবা সুস্থ্য হয়ে উঠুক। বাবা মাকে হাসপাতালের বিছানায় রেখে কোন সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই’।
দ্রুত সুস্থ হয়ে উঠুক তাঁর বাবা, এমনটাই প্রার্থনা চঞ্চল চৌধুরীর ভক্তদের।
For all the latest entertainment News Click Here