মৃত্যুর কয়েকঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ! মডেল বিদিশার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
মানসিক অবসাদ? পেশাগত অনিশ্চয়তা? প্রেমে প্রত্যাখ্যান নাকি অন্যকিছু? নাগেরবাজারে মডেল ও অভিনেত্রী বিদিশা দে মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুরহস্যের আঁচ ঠাণ্ডা হতে না হতেই ফের শোরগোল টলিপাড়ায়। বুধবার রাতে প্রকাশ্যে আসে মডেল ও উঠতি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর খবর।
বছর চারেক আগে গ্ল্যামার জগতে পা রেখেছিলেন বিদিশা, তখনও ১৮-র কোঠা পার করেননি। ২১ পূর্ণ করা প্রাণোচ্ছ্বল মেয়েটা এইভাবে চলে যাবে দুঃস্বপ্নেও কল্পনা করেনি তাঁর আত্মীয়-পরিজনরা।
ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ? পুলিশ সূত্রে খবর, বিদিশার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তবে সেখানে কী লেখা রয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। বিদিশার রহস্যমৃত্যুর নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে বলে মত পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবদের। এক জিম ট্রেনার, অনুভব বেরার সঙ্গে সম্পর্কে ছিলেন কাঁকিনাড়ার এই মেয়ে। তবে সম্প্রতি অন্য মেয়ের সঙ্গে অনুভবের সম্পর্কের কথা জানতে পারে সে। এমনটাই জানিয়েছে বিদিশার বান্ধবীরা। অনুভবের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছিল না, তা অজানা নয় বন্ধুদের।
ইতিমধ্যেই বিদিশার প্রেমিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তবে বিদিশার অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর মাত্র কয়েকঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন বিদিশা। পালটে ছিলেন নিজের ফেসবুকের কভার ছবি ও প্রোফাইল পিকচার।
![বিদিশার প্রোফাইল পিকচার বিদিশার প্রোফাইল পিকচার](https://images.hindustantimes.com/bangla/img/2022/05/26/original/ঝঝ_1653545220543.png)
বুধবার ভোররাতে (রাত ২.৩৩) নিজের ফেসবুকের কভার ও ডিপি পরিবর্তন করেন বিদিশা। শুধু তাই নয়, সাম্প্রতিক এক সৌন্দর্য প্রতিযোগিতার ফাঁকে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘যখন আমি নিজের প্রেমে পড়ি’। ছবিতে থাই স্লিট স্লিভলেস গাউনে রেড হট লুকে ধরা দিয়েছেন ২১ বছরের এই মডেল। পরের কয়েকঘন্টায় কী এমন ঘটল যে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এই তরুণী? উত্তর খুঁজছে পুলিশ।
For all the latest entertainment News Click Here