মূল ফোকাস ODI বিশ্বকাপে, এশিয়ান গেমসে ‘বি’ দল পাঠাবে বিসিসিআই- রিপোর্ট
এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। এখনও পর্যন্ত মাত্র দুইবার এশিয়ান গেমসে ক্রিকেট অংশ ছিল। এইবার ফের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দেখা যাবে ব্যাট বলের যুগলবন্দী। জানা যাচ্ছে এই টুর্নামেন্টের দল নামাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে পুরুষ এবং মহিলা উভয় দলই খেলবে এই টুর্নামেন্টে।
এই বছর এশিয়ান গেমস চীনের হ্যাংঝুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। বিসিসিআই পুরুষ দল পাঠালেও মূলত হবে ভারতের বি দল। কারণ সেই সময় ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। বিশ্বকাপের সূচি অনুযায়ী ৮ অক্টোবর থেকে খেলা শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। তাই মূল ভারতীয় দলকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করানোর জন্য পাঠানো যাবে না। অন্যদিকে মহিলা দল গেলে সেটা মূল দলই হবে। বিসিসিআই ৩০ জুনের মধ্যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পুরুষ ক্রিকেটারদের তালিকা পাঠিয়ে দেবে বলে জানা গিয়েছে। বোর্ড তাঁর মহিলা দলও পাঠাবে কিনা সে বিষয়ে স্পষ্টতা নেই।
২০১০ এবং ২০১৪ সালের এশিয়ান গেমসে ক্রিকেট এই টুর্নামেন্টের অন্তর্গত ছিল। তারপর ২০১৮ সালে ক্রিকেটকে বাদ দেওয়া হয়। এইবার ফের এই খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০১০ এবং ২০১৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দল পাঠায়নি। ভুপেন্দর বাজওয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে আগেই বলেছিলেন, ‘আমরা সব খেলাতেই অংশগ্রহণ করছি কিন্তু ক্রিকেট বাদে। ওদেরকে আমরা তিন চারটে মেইল করেছিলাম কিন্তু ওরা খুব ব্যস্ত তাই ওরা যাবে না।’
ভারতীয় মহিলা দল এশিয়ান গেমসে খেলতে যাবে কিনা সেই বিষয়ে প্রশ্ন চিহ্ন থাকলেও পুরুষ দল যে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। তবে বিশ্বকাপ থাকায় দ্বিতীয় সারির দল সেখানে অংশ নেবে। একসঙ্গে ভারতের দুটি দল আলাদা আলাদা টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে। তবে এটা প্রথমবার নয় এর আগেও ১৯৯৮ সালে একটি ভারতীয় দল কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিল এবং অন্যটি সাহারা কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল।
সম্প্রতি ২০২১ সালে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন একটি দল শ্রীলঙ্কায় তাদের বিরুদ্ধে সিরিজ খেলতে নামে। অন্যদিকে আরেকটি দল বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য উড়ে যায়। ফলে সেদিক থেকে কোনও রকম সমস্যা হবে না। তবে এটা নিশ্চিত এশিয়ান গেমসে বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোনও ভাবেই দেখা যাবে না।
For all the latest Sports News Click Here