‘মুসলিম হতে লজ্জা পায়’, শিব পুজোর ছবি দিয়ে ট্রোলড সারা, তর্ক হিন্দু-মুসলিম নিয়ে
বি টাউনের জেন ওয়াই নায়িকা সারা আলি খান। শুধু সিনেমায় অভিনয় করেই তিনি দর্শক মনে জায়গা করে নেননি, বরং সারা-র মিষ্টি ব্যবহার সকলকে আরও কাছে টানে। সোশ্যাল মিডিয়াতেও তাই সকলের খুব পছন্দ সইফ আলি খান আর অমৃতা আরোরার কন্যে। তবে, কিছু ধর্মীয় কট্টরবাদি এর আগেও সারাকে আক্রমণ করেছিলেন হিন্দু মন্দিরে পা রাখার কারণে। শিবরাত্রির দিনও তেমনটাই হল।
নিজের শিবপুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই নায়িকা। সঙ্গে ইনস্টা স্টোরিতেও শিব মন্দিরে তাঁর তোলা ছবি পোস্ট করতে দেখা যায় সারাকে। ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাশিবরাত্রি… জয় ভোলেনাথ।’
এই পোস্টের পরেই সারার সোশ্যাল মিডিয়ায় প্রায় ঝাঁপিয়ে পড়ে কিছু ধর্মীয় কট্টরবাদীরা। সারার ধর্ম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেউ কেউ সোজা বলে বসেন, ‘হয় মুসলিম হও, নয় হিন্দু, একসাথে দুটো ধর্ম কীভাবে পালন করবে?’ আবার কারও মতে সারা লজ্জা পান একজন মুসলিম হিসেবে। যদিও সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। যাঁরা সারাকে ধর্ম নিয়ে কটাক্ষ করছে তাঁদেরই সমালোচনা করেছেন ওই নেট-নাগরিকরা।
যদিও এটা প্রথম নয়, অসমের কামাখ্যা থেকে শুরু করে, কেদার-বদ্রিতে প্রায়শই চলে যান সারা পুজো দিতে। ২০২১-র ফেব্রুয়ারিতে মা অমৃতা সিংয়ের সঙ্গে আজমের শরিফ দরগাতেও গিয়েছিলেন। সেই ছবি দিয়ে জুম্মা মুবারকের শুভেচ্ছাও জানিয়েছিলেন।
প্রসঙ্গত, ‘অতরঙ্গি রে’ ছবিতে শেষ দেখা গিয়েছে সারাকে। বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। সঙ্গে অভিনেত্রী হিসেবে সইফ-কন্যার প্রশংসাও হয়েছে খুব। এরমধ্যে ভিকি কৌশলের সাথে সেরে ফেলেছেন আনন্দ এল রাইয়ের নতুন ছবির কাজ। যদিও সিনেমার নাম এখনও ঠিক হয়নি বলেই খবর।
For all the latest entertainment News Click Here