মুম্মইকে নাকানিচোবানি খাইয়ে RCB-র তৃতীয় প্লেয়ার হিসেবে IPL-এ হ্যাটট্রিক হর্ষলের
ব্যাট এবং বল হাতে গ্লেন ম্যাক্সওয়েল ধামাকা যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরকে অক্সিজেন দিয়েছিল, তেমনই বল হাতে হর্ষল প্যাটেলের পারফরম্যান্স ব্যাঙ্গালোরের জয়ের রাস্তা প্রশস্ত করেছে। ১৭ তম ওভারে হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, রাহুল চাহারকে পরপর তিন বলে ফেরান হর্ষল। সেই সঙ্গে আরসিবির তৃতীয় প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। আর হর্ষলের এই ধাক্কায় মুম্বই ইন্ডিয়ান্সের যেটুকু ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, সেটাও শেষ হয়ে যায়।
এর আগে ব্যাঙ্গালোরের হয়ে হ্যাটট্রিক করেছেন প্রবীণ কুমার এবং স্যামুয়েল বদ্রী। রবিবার আরসিবি-র জার্সিতে হ্যাটট্রিক করলেন হর্ষল প্যাটেল। নিঃসন্দেহে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জনের পাশাপাশি ব্যাঙ্গালোরকে সহজ জন এনে দিতে সাহায্য করেছেন হর্ষল।
টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ব্যাঙ্গালোর। বিরাট কোহলি (৪২ বলে ৫১) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৩৭ বলে ৫৬) হাফ সেঞ্চুরি করেন। দুরন্ত ছন্দে থাকা জসপ্রীত বুমরাহ নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নামলে রোহিত শর্মার ২৮ বলে ৪৩ এবং কুইন্টন ডি’ককের ২৪ রান ছাড়া মুম্বইয়ের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। এর পুরো কৃতিত্বই অবশ্য আরসিবি-র বোলারদের। শুরুটা করেছিলেন যুজবেন্দ্র চাহাল এবং গ্লেন ম্যাক্সওয়েল। মুম্বইয়ের কফিনে শেষ পেরেকগুলো পুঁতলেন হর্ষল প্যাটেল।
বহু দিন পর যুজবেন্দ্র চাহালকে ভাল ছন্দে পাওয়া গেল। তিনি ৩ উইকেট নিয়েছেন। রোহিত শর্মা সহ ২ উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল। মোট ৪ উইকেট তুলে নেন হর্ষল। মহম্মদ সিরাজ নিয়েছেন ১ উইকেট। আর এর নিটফল ১৮.১ ওভারে ১১১ রানে অল আউট হয়ে যায় রোহিতের মুম্বই। হারের হ্যাটট্রিক করলেন রোহিতরা। ৫৪ রানে ম্যাচ জিতে স্বস্তি পেলেন বিরাট কোহলি।
For all the latest Sports News Click Here