মুম্বই বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ফাইনালের আগে ৫টি চমকপ্রদ তথ্যে চোখ রাখুন
টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে সফল দল মুম্বইয়ের বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফির খেতাবি লড়াইয়ে মাঠে নামছে মধ্যপ্রদেশ। ফাইনালের আগে এই ৫টি চমকপ্রদ তথ্যে চোখ রাখুন।
১. এখনও পর্যন্ত সব থেকে বেশি ৪১ বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। তারা মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামছে ৪২ নম্বর খেতাবের লক্ষ্যে। অন্যদিকে মধ্যপ্রদেশ আগে কখনও রঞ্জি চ্যাম্পিয়ন হয়নি। তারা প্রথমবার ট্রফি জয়ে লক্ষ্য নিয়ে মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে।
২. মধ্যপ্রদেশ এর আগে একবার মাত্র রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে। ১৯৯৮-৯৯ মরশুমের রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেন চন্দ্রকান্ত পণ্ডিত। এবার যখন মধ্যপ্রদেশ দ্বিতীয়বার রঞ্জির ফাইনালে ওঠে, চন্দ্রকান্ত পণ্ডিত হলেন দলের কোচ। যদিও ক্যাপ্টেন হিসেবে দলকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে পারেননি পণ্ডিত। সেবার কর্নাটকের কাছে ফাইনালে মাথা নত করতে হয় এমপি-কে। এবার কোচ হিসেবে তিনি মধ্যপ্রদেশকে ঐতিহাসিক ট্রফি এনে দিতে পারেন কিনা, সেটাই হবে দেখার।
আরও পড়ুন:- Ranji Trophy 2022: দারুণ খেলেছেন বিরাট-কোহলি, রঞ্জির সেরা ১০-এর তালিকায় রয়েছেন বাংলার শাহবাজ
৩. গত তিন দশকে মুম্বই ১২ বার রঞ্জির ফাইনালে উঠেছে। হেরেছে মাত্র ১টি ফাইনালে। ২০১৬-১৭ মরশুমের ফাইনালে গুজরাটের কাছে ট্রফি খোয়াতে হয় মুম্বইকে। সেই শেষবার তারা রঞ্জির ফাইনালে ওঠে। উল্লেখযোগ্য বিষয় হল, সেবার মুম্বইয়ের কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত।
৪. মুম্বই শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় ২০১৫-১৬ মরশুমে। সেবার ফাইনালে সৌরাষ্ট্রকে টেক্কা দেয় তারা। উল্লেখযোগ্য বিষয় হল, সেই দলের একমাত্র ক্রিকেটার হিসেবে এবার ফের মুম্বইয়ের হয়ে ফাইনাল খেলতে চলেছেন ধাওয়াল কুলকার্নি। মুম্বইয়ের বাকি ক্রিকেটাররা আগে কখনও রঞ্জি ফাইনাল খেলার স্বাদ পাননি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সেবার মুম্বইয়ের কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত।
আরও পড়ুন:- Ranji Trophy: অবাক করা পরিসংখ্যান, চলতি রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি উইকেট নেওয়া ৬ বোলারের ৫ জনই বাঁ-হাতি স্পিনার
৫. বর্তমান মুম্বই কোচ অমল মজুমদারও একসময় চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে মাঠে নেমেছেন। ২০০৩-০৪ মরশুমে মুম্বই যখন তাদের ৩৬তম রঞ্জি খেতাব ঘরে তোলেন, অমল মজুমদার ছিলেন দলের অন্যতম সেরা তারকা। চন্দ্রকান্ত ছিলেন সেই দলের কোচ। সুতরাং, মুম্বইয়ের গুরু হিসেবে নিজের গুরুর মোকবিলায় নামছেন অমল।
For all the latest Sports News Click Here