মুম্বই ছাড়লেন অভিষেক-ঐশ্বর্য, পাপারাৎজিদের এইভাবে দিলেন ‘হ্যাপি হোলি’-র জবাব
দোলের ঠিক আগেই মেয়ে আরাধ্যাকে সঙ্গে করে ছুটি কাটানোর উদ্দেশে মুম্বই ছাড়লেন ঐশ্বর্য এবং অভিষেক বচ্চন। বুধবার গভীর রাতে মুম্বইয়ের বিমানবন্দরে দেখা গেল বচ্চন পরিবারের এই তিন সদস্যকে। তবে ছুটি কাটাতে কোথায় উড়ে যাচ্ছেন তাঁরা, সে বিষয়ে অবশ্য কড়া গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা। উল্লেখ্য, আগে থেই এই ছুটি কাটানোর পরিকল্পনা করে রাখা হয়েছিল বলে শ্বেতা বচ্চনের জন্মদিনের পার্টির আমন্ত্রণ রক্ষা করতে পারেননি তাঁরা।
তিনজনকেই বেশ ছিমছাম পোশাকে দেখা গেল বিমানবন্দরের চত্বরে। হালকা নীল রঙের ট্র্যাক স্যুট ও হুডি পরে ছিলেন অভিষেক। অন্যদিকে, কালোরঙা স্ট্র্যাপেল টিশার্ট এবং ট্রাউজার্সের সঙ্গে লম্বা ওভারকোট গায়ে চাপাতে দেখা গেল ঐশ্বর্যকে। আরাধ্যাকে অবশ্য সাদা সোয়েটার এবং কালো ডেনিম-এ দেখা গেল। নজর এড়ায়নি আরাধ্যার কাঁধে ঝুলতে থাকা ছোট্ট ব্যাগটি। বিমানবন্দরে অপেক্ষারত পাপারাৎজির দল এই তিনজনকে দেখামাত্রই হামলে পড়েন। একজন পাপারাৎজি তো ঐশ্বর্যকে দোলের শুভেচ্ছাও জানান। সবাইকে অবাক করে তাঁকেও মিষ্টি করে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন বচ্চন-বধূ। সেই মুহূর্তের ভিডিয়ো আপাতত ভাইরাল নেটদুনিয়ায়।
সেই ভিডিয়ো দেখে দেখে যেমন অনেক নেটিজেন কৌতূহল প্রকাশ করেছেন যে ছুটি কাটাতে ঠিক কোথায় যাচ্ছেন অভিষেক-ঐশ্বর্যরা। আবার কেউ কেউ আরাধ্যাকে দেখেও বিস্ময় প্রকাশ করেছেন। একজন তো কমেন্ট করেই ফেলেছেন, ‘আরাধ্যা তো এই বয়সেই প্রায় ঐশ্বর্যর সমান সমান উচ্চতায় পৌঁছে গিয়েছে।’
For all the latest entertainment News Click Here