মুম্বই ও লখনউয়ের সম্ভাব্য একাদশে চোখ রাখুন, কেমন হতে পারে আপনার ফ্যান্টাসি দল?
আইপিএল ২০২২-এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। সেই সঙ্গে চোখ রাখা যাক মুম্বই বনাম লখনউ ম্যাচের ফ্যান্টাসি একাদশেই বা কাদের রাখা যেতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ:- ইশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, মুরুগান অশ্বিন/মায়াঙ্ক মার্কান্ডে, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস/টিম ডেভিড, জয়দেব উদানকাট, বাসিল থাম্পি/ফ্যাবিয়ান অ্যালেন।
আরও পড়ুন:- IPL 2022: ‘খুব স্পেশাল ছিল KKR’, নাইটদের হারিয়ে একগাল হাসির মধ্যে আবেগপ্রবণ রাহুল ত্রিপাঠী
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশ:- লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই।
সম্ভাব্য ফ্যান্টাসি একাদশ:-
নিরাপদ দল: কুইন্টন ডি’কক, লোকেশ রাহুল (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব (ভাইস ক্যাপ্টেন), দীপক হুডা, তিলক বর্মা, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, ডেওয়াল্ড ব্রেভিস, জসপ্রীত বুমরাহ, আবেশ খান, রবি বিষ্ণোই।
আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়
ঝুঁকিপূর্ণ দল: কুইন্টন ডি’কক (ক্যাপ্টেন), ইশান কিষাণ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, মার্কাস স্টইনিস, দীপক হুডা, তিলক বর্মা, জেসন হোল্ডার, আবেশ খান, টাইমাল মিলস, রবি বিষ্ণোই (ভাইস ক্যাপ্টেন)।
For all the latest Sports News Click Here