‘মুম্বইয়ের শিল্পীদের নিয়ে এত উত্তেজনার কারণ কী?’, প্রশ্ন রূপঙ্করের!সমালোচনার ঝড়
তিলোত্তমার নজরুল মঞ্চে ছিল বিরাট কনসার্ট। সেখানে কেক-এর আসবে জানতে পেরে শ্রোতাদের মনে উত্তেজনার অন্ত ছিলনা। মুম্বাইয়ের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুনাথকে নিয়ে শহরবাসীদের মধ্যে এত উত্তেজনাকে দেখে কটাক্ষ করে বসলেন বাংলার গায়ক রূপঙ্কর বাগচী। বাংলার শিল্পীদের ভুলে কেকে-কে নিয়ে এত উন্মাদনা মেনে নিতে পারছেন না তিনি।
এ নিয়ে সোমবার নিজের ফেসবুর পেজ থেকে একটি লাইভ করেন রূপঙ্কর। সেখানেই দর্শকের উদ্দেশ্য প্রশ্ন তুলেছেন তিনি। রূপঙ্করের কথায়, কেকে যে দুর্দান্ত গায়ক, সে নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। নেটমাধ্যমে কেকের ওই কনসার্টের ভিডিয়ো দেখার পর বাংলার গায়ক মনে করেন, তার ভিডিয়ো দেখে এতো উত্তেজনা! সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো আমার রয়েছে, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম আরও অনেকেরই রয়েছে। তাঁর এই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
তিনি বলেন, ‘তবে আমাদের নিয়ে সেই উত্তেজনা বোধ করেন না কেন? কে কে-র গান শুনে যা বুঝলাম তার থেকে আমরা সকলেই বেশি ভালো গান গাই। তারপরেও কে কে কিংবা মুম্বইকে নিয়ে এতো উত্তেজনার কারণ কী? আমরা অনেক কে-এর থেকেই ভালো।’
কৃষ্ণকুমার কুনাথকে নিয়ে শহরবাসীদের মধ্যে এত উত্তেজনা মেনে নিতে পারছেন না রূপঙ্কর। তাঁর প্রশ্ন, ‘কতদিন ধরে বম্বের পিছনে ঘুরবেন এভাবে? দক্ষিণ ভারতকে দেখুন, ওড়িশা, পাঞ্জাবকে দেখে শিখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ!’ এই প্রথম নয়, এর আগেও বাংলা, সংগীত জগত নিয়ে একাধিক বার মন্তব্য করতে দেখা গিয়েছে গায়ককে। যদিও অভিনেতার ভিডিয়ো পোস্টে সমালোচনার অন্ত নেই। এক নেটিজেনের মন্তব্য, ‘বাজে বকছেন’। অপর এক নেটিজেন লিখেছেন, ‘ভালো বলেছেন।’
For all the latest entertainment News Click Here