মুম্বইয়ের জনপ্রিয় টিভি অভিনেত্রীর রহস্য মৃত্যু, উদ্ধার হল একটি সুইসাইড নোট
শ্বশুরাল সিমর কা আর ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়-খ্যাত অভিনেত্রী বৈশালী ঠক্করের রহস্য মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিজের বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থাতেই উদ্ধার করা হয়। পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। গোটা ঘটনা খতিয়ে দেখছে মধ্যপ্রদেশের ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার পুলিশ।
ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। ইন্দোরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। স্টার প্লাসের সিরিয়াল ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’-এর মতো শো-তে কাজ করেছেন। তবে গত ১ বছরের বেশি সময় ধরে থাকছিলেন ইন্দোরেই। কেন এমন হল খতিয়ে দেখছে সেখানকার পুলিশ। সুইসাইড নোটে কী লেখা আছে তাও জলদি সামনে আনা হবে।
১৯৯২ সালের ১৫ জুলাই জন্ম হয় বৈশালীর। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত বছর এপ্রিলেই এনগেজমেন্টের খবর দিয়েছিলেন এই অভিনেত্রী। রোকার ভিডিয়ো শেয়ার করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন হবু বর ডাক্তার অভিনন্দন সিং। কেনিয়ার দাঁতের ডাক্তার অভিনন্দন। যদিও এরমাত্র একমাস পরেই বৈশালী জানিয়ে দিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না। বিয়ে বাতিলও করে দেন তাঁরা। যা এই বছরের জুন মাসে হওয়ার কথা ছিল। পরে রোকার ভিডিয়োও ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন এই টিভি অভিনেত্রী।
সুইসাইড প্রিভেনশন ইন্ডিয়া ফাউন্ডেশন: ৮০৪৭০৯৬৩৬৭
For all the latest entertainment News Click Here