মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গী তাঁর কাছের মানুষরা…
কখনও কলকাতা , কখনও মুম্বই, আপাতত এভাবেই দিন কাটছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এখন একপ্রকার কলকাতা-মুম্বই বিমানের নিত্যযাত্রী হয়ে উঠেছেন তিনি। তবে ‘জুবিলি’তে কাজের পর খেকে প্রায়দিনই মুম্বইতেই থাকতে হচ্ছে টলিপাড়ার ‘বুম্বাদা’কে। এই মুহূর্তে মুম্বইতেই রয়েছেন প্রসেনজিৎ।
মঙ্গলবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের পুজো দিলেন ‘জুবিলি’র শ্রীকান্ত রায়। তারই একঝলক উঠে এসেছে অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে গণপতি বাপ্পার উদ্দেশ্যে হাত জোর করে প্রমাণ করতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশানে লিখেছেন ‘গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া’। তিনি শুধু বুম্বাদা নন, তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক, ঐন্দ্রিলা ওরফে মোহর। সঙ্গে গিয়েছেন তাঁর সদ্য বিবাহিত স্বামী, গায়ক দুর্নবার সাহা। বুম্বাদার সিদ্ধিবিনায়ক দর্শনের আরও একটি ছবি পোস্ট করেছেন তাঁর আরও এক ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক অভিষেক দাস। তিনিও রয়েছেন মুম্বইতেই।
আরও পড়ুন-ভারতীয় সিনেমার স্বর্ণযুগের গল্প বলে ‘জুবিলি’, ছাপোষা বিনোদ হন তারকা ‘মদন কুমার’
এদিন প্রসেনজিতকে দেখা গেল সাদা চোস্তা, ধূসর পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় গায়ে। কপালে ছিল পুজোর টিকা। একই সঙ্গে মোহরকেও সাদা শাড়িতে দেখা গেল, দুর্নিবার পরেছিলেন সাদা চোস্তা ও হলুদ পাঞ্জাবি। অন্যান্যদের পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। এদিন সিদ্ধি বিনায়ক মন্দিরেই পুজো দিতে গিয়ে অভিনেতার সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায় পরিচালক মধুর ভান্ডারকরের। তিনিও সেখানে পুজো দিতে গিয়েছিলেন। একসঙ্গে দেখা হতে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুললেন। তারই একটি ছবি হিন্দুস্তান টাইমসের সঙ্গে শেয়ার করেন ‘বুম্বাদা’র ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক অভিষেক দাস।
আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও ‘গডফাদার’ পাইনি, ‘গডমাদার’ পেয়েছি: প্রসেনজিৎ
প্রসঙ্গত, বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘জুবিলি’তে অভিনয়ের পর থেকে বহু প্রশংসা পাচ্ছেন শ্রীকান্ত রায় ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, মুম্বইতে অনেক অনুষ্ঠানে অনেকেই তাঁকে এসে জড়িয়ে ধরছেন, প্রশংসা করছেন, এটা তাঁর কাছে বিশেষ ভালোলাগা। এদিকে ‘জুবিলি’ ছাড়াও অতনু ঘোষের ‘শেষ পাতা’ এক্কেবারেই অনুজ্জ্বল বিপরীত ধর্মী একটি চরিত্রে অভিনয় করেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এদিকে খুব শীঘ্রই আরও একবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘দশম অবতার’-এ ফের ‘প্রবীর’ হয়ে ফিরছেন প্রসেনজিৎ। তবে বলিউডের পরবর্তী কোন প্রজেক্টে তাঁকে ফের দেখা যাবে, এবিষয়ে আপাতত কিছু বলতে নারাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here