‘মুম্বইয়ের শিল্পী এসছে বলে আমায় ঢুকতে দেয়নি’, কলকাতার অ্যাওয়ার্ড শো নিয়ে শিলাজিৎ
বরাবরই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করেন গায়ক শিলাজিৎ। কারও মন রেখে কথা বলা তাঁর বরাবরই না পসন্দ। বরং কঠোর সত্যিটাই তুলে ধরেন। তাঁর শো গান পয়েন্টে তাই তৈরি হয় একাধিক বিস্ফোরক মুহূর্ত। গান পয়েন্ট শো-তে একদিন এরকমই আড্ডা দিতে গিয়ে কলকাতা বা বাংলার অ্যাওয়ার্ড শো নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ‘ঝিন্টি’র গায়ক।
অরিজিৎকে বলতে শোনা যায়, ‘কলকাতা এবং পশ্চিমবঙ্গে আমাদের যে অ্যাওয়ার্ড সেরিমনিগুলো হয়, তা নিয়ে আমার কোনও বিশ্বাসই নেই।’ এরপর এক বিখ্যাত অ্যাওয়ার্ডের নাম উল্লেখ করে বছরকয়েক আগে তাঁর সঙ্গে ঘটা এক ঘটনা তুলে ধরেন তিনি। শিলাজিৎ বলে, ‘শুধু এখানে না, গোটা ভারতবর্ষে বেশ সম্মানিত একটা অ্যাওয়ার্ড। আমি গিয়েছিলাম। আমাকে ভিভিআইপি পাস দিয়েছিল। বলেছিল তুমি নমিনি। অ্যাওয়ার্ড পাবে। তারপর আমি যখন ঢুকছি আমাকে সিকিউরিটি আটকে দিয়েছিল। আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করি আমাকে আটকালেন কেন, এটা তো ভিভিআইপি গেট। আমারা কাছে তো পাস আছে। তো তখন আমাকে বলে, মুম্বইয়ের কোন শিল্পী আছে, তাঁর নিরাপত্তার অসুবিধে হচ্ছে বলে আমাকে ঢুকতে দেওয়া হবে না।’ আরও পড়ুন: বোন অনন্যার প্রেমিককে জড়িয়ে অলকানন্দা! লিখলেন, ‘সত্যিটা কেউ জানবে না কখনও’
‘ততক্ষণাৎ আমি আমার কার্ডটা সিকিউরিটি অফিসারের হাতে ধরিয়ে দিয়েছিলাম। বলেছিলাম আমার নাম শিলাজিৎ। বাই চান্স যদি কেউ আমাকে খোঁজে, আপনি দায়িত্ব নিয়ে বলে দেবেন। আমি চললাম। এবার আমি বাড়ি চলে আসছি তখন ওদেরই এক সংগঠক আমাকে দেখে এগিয়ে আসে। বলে এ কী তুমি বাড়ি চলে যাচ্ছ! তুমি তো অ্যাওয়ার্ড পাবে। আমি ওকে জবাব দিয়েছিলাম, তুই কে বে শালা, আমাকে ঢোকাবি। আমি নিজের যোগ্যতায় ঢুকব। সসম্মানে। আমি নমিনি আমি নিজের অওকাতে ঢুকব। এমন অ্যাওয়ার্ড পেয়ে লাভ কী! মুম্বইয়ের একটা শিল্পী এসছে বলে পশ্চিমবঙ্গের বা যে কোনও জায়গার একটা শিল্পীকে আটকে দিবি!’, আরও বলেন শিলাজিৎ।
এরপর গায়ককে নিজের বক্তব্যে জুড়ে দেন, ‘এর থেকে তো ভালো লাগে আমি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। ভিড় আমায় তুলে ধরার চেষ্টা করে। ওদের ঘামের সঙ্গে আমার ঘাম মিশে যায়।’
শিলাজিৎ জানান, অ্যাওয়ার্ডটা তিনি বাথরুমে রেখে দিয়েছেন তিনি বাথরুমে রেখে দিয়েছেন। তিনিও খুশি। আর তাঁর বাথরুমে যারা হিসি-পটি করতে যাবে তাঁরাও খুশি হবে।
For all the latest entertainment News Click Here