মুনমুনের ফ্ল্যাটে শ্যুট, উপহারে ব্লাউজপিস! কী ভাবে শুরু হয় সুদীপার ‘রান্নাঘর’
১৭ বছর আগের কথা। সুদীপা চট্টোপাধ্যায় তখন নিছক কলেজ পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি করছিলেন অভিনয়, সঞ্চালনা। নামের পাশে তখনও জুড়ে যায়নি ‘তারকা’ তকমা। আচমকাই এক দিন ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা হওয়ার প্রস্তাব আসে। প্রথমে খানিক অবাক হলেও রাজি হয়েছিলেন সুদীপা। হো চি মিন সরণীতে মুনমুন সেনের আবাসনে শুরু হল ‘রান্নাঘর’-এর শ্যুট। পায়ে পায়ে সেই অনুষ্ঠানেরই ৫০০০ পর্ব। নস্টালজিক সঞ্চালিকা।
স্মৃতি হাতড়ে সুদীপা বললেন, ‘তিনটি ক্যামেরা আর একজন ক্যামেরাপার্সন নিয়ে শ্যুট শুরু হয়েছিল। আমরা সকলেই তখন নতুন। যাঁরা আমার মেক আপ, কেশসজ্জা করতেন, তাঁরাও তখন সবে কাজ শুরু করেছেন। এখন প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কী ভাবে যে ১৭টা বছর কেটে গেল, বুঝলাম না।’
তখন সবে পথ চলা শুরু। ছিল না আকাশছোঁয়া বাজেট। স্পনসর? সে তো স্বপ্ন! সিংহভাগ অতিথিই ছিলেন মহিলা। উপহার হিসেবে তাঁরা পেতেন দু’টি বই এবং একটি ব্লাউজ পিস। হেসে সুদীপা বলেন, ‘তখন আমাদের বাজেট ছিল না বললেই চলে। এক প্রকার চাঁদা তুলে উপহার দিতে হত।’
একটি বেসরকারি চ্যানেলের ‘ফিলার’ হিসেবে শুরু হয়েছিল ‘রান্নাঘর’। সুদীপাও তখন নিছকই নতুন। ভয় করেনি? সুদীপার উত্তর, ‘আসলে আমরা খুব মজা করে কাজটা করতাম। তাই এত কিছু মনে হয়নি। সেই সময় তাপস পালের স্ত্রী নন্দিনী পাল একটি রান্নার শো করতেন। তাঁর আগে বেণুদিও (সুপ্রিয়া চৌধুরী) করেছেন। ওঁদের জনপ্রিয়তাই ছিল আলাদা। ওঁরা রান্নার পাশাপাশি ওঁদের জীবন নিয়ে কথা বললেও মানুষ তখন শুনতেন। কিন্তু আমি বুঝতাম না কী নিয়ে কথা বলব!’
শেষমেশ মুশকিল আসান হল কী ভাবে? হেসে সুদীপার উত্তর, ‘যাঁরা আমার অনুষ্ঠানে আসতেন, তাঁদেরকেই তারকা ভেবে নিতাম। সেই মানুষগুলোর জীবনের গল্প শুনতাম। আসলে আমার শোয়ের জনপ্রিয়তা কম ছিল বলে তারকারা আসতে চাইতেন না। এড়িয়ে যেতেন।’
১৭ বছরের সফরে সুদীপার জীবন বদলেছে অনেকটাই। ব্যক্তিজীবনেও বেশ কয়েক ধাপ এগিয়েছেন সঞ্চালিকা।গড়ে তুলেছেন নতুন সংসার। মা-ও হয়েছেন তিনি। তবে সাফল্যের সঙ্গেই এসেছে বিতর্ক। ট্রোল-কোটাকক্ষ ঘিরে ধরেছে তাঁকে। সে সব যদিও সুদীপাকে ভাবায় না আর। তাঁর কথায়, ‘আমাকে কেউ তারকা বলে ভাবে না। এটাই আমার সুবিধা। মানুষ আমাকে ভালোবাসেন। তাঁদের সুখ-দুঃখের কথা আমায় বলেন। মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা না থাকলে এটা হত না। তাই বিতর্ক নিয়ে আমি ভাবি না।’
For all the latest entertainment News Click Here