মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সলমন, দেখুন সেই মুহূর্ত…
কথা ছিল, সেই মতোই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে দেখা করলেন ‘ভাইজান’। এদিন ঠিক বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন সলমন খান। কালো রঙের বিলাসবহুল গাড়ি থেকে নেমেই হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যান সল্লু। সুপারস্টারকে অভ্যর্থনা জানাতে তখন বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সলমনের সঙ্গে আলাপচারিতার ভিডিয়ো নিজেই ফেসবুকের পাতায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘স্বনামধন্য অভিনেতা সালমান খানের সঙ্গে আলাপকালে’। ভিডিয়োতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে হাত জোর করে এগিয়ে যাচ্ছেন সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সলমনের পাশে দেখা যায় নিরাপত্তারক্ষী শেরা সহ অন্যান্যদের। মুখ্যমন্ত্রীর কথাতে সামনে ভিড় করে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন সলমন খান। চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে পোজ দেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ঢুকে পড়েন তাঁর বাড়িতে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই সলমন সোজা পৌঁছে যাবেন ইস্টবেঙ্গল মাঠে। সেখানেই আছে দাবাং তারকার শো। জানা যাচ্ছে, এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও ভাইজানকে সংবর্ধনা দেওয়া হবে। তাঁকে ক্লাবের লাইফটাইম মেম্বারশিফও দেওয়া হবে বলে খবর।
এদিকে সলমন খানের কলকাতা সফর ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। ইস্টবেঙ্গল মাঠও নিরাপত্তার চাদরে মু়ড়ে ফেলা হয়েছে। প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে সেখানে। দীর্ঘদিন ধরেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সল্লু। আর সেকারণেই কলকাতা সফরে আসতেও বেশকিছুটা দেরি করছেন তিনি। তবে দাবাং তারকার নিরাপত্তার কথা মাথায় রেখে এখন কঠোর বিধিনিষেধ মেনে চলছে পুলিশ-প্রশাসন। সলমনকে কেন্দ্রের তরফে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে । প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশও। সলমন খানের নিরাপত্তার দায়িত্বে থাকছেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ২জন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার। থাকছেন ডিসি পদমর্যাদার ছয় জন অফিসার। ভাইজানের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না বলে স্পষ্ট জানিয়েছে লালবাজার।
For all the latest entertainment News Click Here