মুখোমুখি প্রসেনজিৎ-অনির্বাণ, দশম অবতারের লোগো লঞ্চে কী বললেন সৃজিত?
বলিউডের Cop ইউনিভার্স, স্পাই ইউনিভার্স সহ অনেক কিছুই আছে। কিন্তু তাই বলে কী বাংলায় কিছুই থাকবে না? ধুর মশাই তাই হয় নাকি? একটা সময় যাঁর হাত ধরে বাংলা ছবির নতুন ধারা শুরু হয়েছিল সেই সৃজিত মুখোপাধ্যায় এবার বাংলার প্রথম Cop ইউনিভার্স নিয়ে আসছেন।
এবার পুজোয় মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে মিলেমিশে যাবে ‘ভিঞ্চি দা’ এবং ‘২২ শ্রাবণ’। তাঁর তৈরি করা দুই জনপ্রিয় ছবির স্বাদ পাওয়া যাবে এখানে। এটি আদতে ‘২২ শ্রাবণ’ -এর প্রিক্যুয়েল। সেই ছবির প্রবীর রায়চৌধুরীর সঙ্গে থাকবেন ভিঞ্চি দার পুলিশ অফিসার বিজয় পোদ্দার। টানটান ক্রাইম থ্রিলার নিয়ে আবার পুজোর ছুটি মাতাতে আসছেন ‘অটোগ্রাফ’ -এর পরিচালক।
২০ জুলাই মুক্তি পেল এই ছবির লোগো। লাল রক্তের মধ্যে কালো দিয়ে লেখা ‘দশম অবতার’। বাগবাজার বসুবাটী অর্থাৎ যেখানে ‘২২ শ্রাবণ’ -এর শেষ দৃশ্যের শুটিং হয়েছিল সেই বাড়িতেই এদিন এই ছবির লোগো মুক্তি পেল। এক সঙ্গে ধরা দিল ছবির কলাকুশলীরা।
এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য তো থাকছেনই প্রবীর রায়চৌধুরী এবং বিজয় পোদ্দার হয়ে। সঙ্গে যিশু সেনগুপ্ত, জয়া আহসান থাকবেন। ছবির গানের দায়িত্বে আছেন অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রূপম ইসলাম। গান গাইবেন রূপম, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। সৃজিতের ছবি মানেই গানের আলাদা গুরুত্ব থাকবেই সেখানেই। ফলে জমজমাট কাস্টিং এবং দারুণ শিল্পীদের পরিশ্রমের ফসল যে ‘দশম অবতার’ যে দুর্দান্ত কিছু হতে চলেছে সেটা স্পষ্ট। কিন্তু রান্নায় যতই মশলা ভালো হোক, সেটা কতটা উপাদেয় হল সেটা তো খেলেই বোঝা যাবে। তাই আপাতত পুজোর অপেক্ষা।
আপাতত এই ছবির লোগো প্রকাশ্যে এনে সৃজিত লেখেন, ‘বাংলার প্রথম Cop ইউনিভার্স, সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের ম্যাজিক। এই ছবির মোশন লোগো প্রকাশ্যে এল। পুজোয় মুক্তি পাচ্ছে দশম অবতার।’ এই ছবির প্রযোজনা করেছে এসভিএফ এবং জিও স্টুডিওজ।
For all the latest entertainment News Click Here