‘মুখে বয়সে ছাপ…’, স্বস্তিকাকে কটাক্ষ, ট্রোলারকে ‘অশ্লীল’ ভাষায় জবাব বন্ধু মীরের!
টলিপাড়ায় হালে স্বস্তিকা মুখোপাধ্যায় ও মীরের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা অঢেল। অনেক দিন ধরেই টলিগঞ্জে মীর-স্বস্তিকার প্রেম নিয়ে ফিসফিসানি, যদিও অভিনেত্রীর কথায় ‘সবটাই মিডিয়ার রটনা’। তবে একথা অস্বীকার করবার জায়গা নেই দুজনের ঘনিষ্ঠ বন্ধু। আর এবার বন্ধু স্বস্তিকার পক্ষ নিয়ে ট্রোলারকে একহাত নিলেন মীর, এমনকী জবাব দিতে গিয়ে খানিক ‘অশ্লীল’ ভাষারও প্রয়োগ করে বসলেন।
ব্যাপারটা কী? নেটমাধ্যমে ব্যাপক সক্রিয় স্বস্তিকা। ডিসেম্বরেই নেটফ্লিক্সে মুক্তি পাবে অভিনেত্রীর আসন্ন প্রোজেক্ট ‘কালা’ (Qala)। এই সিনেমার প্রমোশনে নিজের বেশকিছু ছবি ফেসবুকের দেওয়ালে পোস্ট করেন স্বস্তিকা। যার কমেন্ট বক্সে এক জনৈক লেখে- ‘মুখে বয়সের ছাপ চলে এসেছে’। ছেড়ে দেওয়ার পাত্রী নন স্বস্তিকা, তিনি পালটা লেখেন- ‘না হলে কী আসবে?’ আসল বয়স লুকিয়ে রাখবার পন্থায় কোনওদিনই বিশ্বাসী নন স্বস্তিকা। চল্লিশকে প্রাণ খুলে স্বাগত জানাব তিনি, মাথার পাকা চুল লুকিয়ে রাখেন না। অভিনেত্রী খানিক অবাক হয়েছেন এই মন্তব্যে তা বোঝেই গেছে।
তবে স্বস্তিকা এবং ওই ব্যক্তির এই কথোপকথনের মাঝেই চলে আসেন মীর আফসার আলী। স্বস্তিকার পোস্টে এই ধরনের কমেন্ট দেখে তিনি আর চুপ থাকতে পারেননি। কড়া ভাষায় ওই নেটিদেনদের যোগ্য জবাব দেন। মীর লেখেন- ‘হ্যাঁ, ঠিক যেমন আপনার পো* পাক ধরেছে’। মীরের এই জবাবের অনেকেই প্রশংসা করেছেন, লিখছেন- ‘স্যার একদম ঠিক লিখেছেন’। অনেকের মতে আবার জবাব দিতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন মীর, তার আকেকটু সংযত থাকা উচিতছিল।
এর আগে স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মীর লিখেছিলেন, “প্রিয় স্যাজি… জন্মদিনে তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হোক, অবৈধ ইচ্ছেগুলো ছাড়া। দস্যি মেয়ের ২০২২ সাল খুব ভাল যাক! সারা জীবন এভাবেই ঘ্যানঘ্যান আর গজগজ করতে থাকো। আমি নতুন ইয়ারপ্লাগ কিনে নিয়েছি।”
পরিচালক অভিজিৎ শ্রী দাসের ‘বিজয়ার পরে’ ছবিতে জুটি বাঁধার সুবাদে স্বস্তিকা-মীরের রসায়ন নিয়ে চর্চা শুরু, সেটি থামার নাম নিচ্ছে না। এখন দেখবার ভবিষ্যতে এই বন্ধুত্বে কোনও নতুন রঙ লাগে কিনা!
For all the latest entertainment News Click Here