মুখে ‘পাঠান’এর ডায়লগ, ILT20 ওপেনিং অনুষ্ঠানে দুবাইতে শাহরুখ, চুমু ছুড়লে ভক্তদের
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি লিগ চলছে দুবাইয়ে। শুক্রবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠান থেকে অভিনেতার বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। স্টেডিয়ামে পৌঁছে দর্শক এবং ভক্তদের উদ্দেশে হাতজোড় করেন শাহরুখ। চুমু ছুড়েছেন ভক্তদের। আসন্ন সিনেমা ‘পাঠান’ থেকে তাঁর আইকনিক সংলাপ বলেছেন।
অনুষ্ঠানে কালো প্যান্টের সঙ্গে কালো টি-শার্ট পরে হাজির হয়েছিলেন শাহরুখ। স্টেডিয়ামে আসার সময় কালো সানগ্লাস পরেছিলেন তিনি। একটি ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘পার্টি পাঠান কে ঘর মে রাখোগে… তো মেহমান নওয়াজিকে লিয়ে পাঠান তো আয়েগা, অউর সাথ মে পাটাকে ভি লায়েগা।’
শাহরুখ ছাড়াও, অন্যান্য সেলিব্রিটি যেমন গায়ক জেসন ডেরুলো, র্যাপার বাদশা এবং পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আরও পড়ুন: আথিয়াকে বিয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না রাহুল! ফাঁস নিমন্ত্রিতদের তালিকা
যশ রাজ ফিল্মসের অনুসারে, শাহরুখের দুবাই থাকাকালীন, ১৪ জানুয়ারি আইকনিক বুর্জ খলিফাতে পাঠানের ট্রেলার দেখানো হবে। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি’সুজা বলেছেন, ‘দর্শকমহলে বহুপ্রতিক্ষীত সিনেমা পাঠান। এই ধরনের একটি সিনেমা দর্শকদের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে এটিকে সবচেয়ে বড় উপায়ে মাউন্ট করা দরকার। আমরা নিজেরাও ঘোষণা করতে পেরে আনন্দিত, শাহরুখ খানকে নিয়ে পাঠান উদযাপন করবে দুবাই। সিনেমার ট্রেলারটি আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হবে।’
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। ছবি নিয়ে আশাবাদী দর্শকরা, বিশেষ করে শাহরুখ-ভক্তরা। এক তো প্রায় পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। তার উপর অ্যাকশন প্যাকড জমজমাটি ট্রেলার।
ট্রেলারে দেখা গিয়েছে সন্ত্রাসবাদী জনের নিশানায় ভারত। ‘রেড ফ্ল্যাগ’ জারি হতেই দেশকে রক্ষা করতে ‘পাঠান’-এর স্মরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ‘বনবাস’ কাটিয়ে পাঠান ফিরল নিজ মেজাজে। এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় রয়েছেন শাহরুখ, যে দেশের জন্য জীবন দিতেও পারে আর নিতেও পারে। শাহরুখকে সাহায্য করতে এগিয়ে এসেছেন দীপিকা। এবার বড় পর্দায় চমকের অপেক্ষায় দর্শক।
For all the latest entertainment News Click Here